ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবার জন্য বিবেকের দিওয়ালি উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
বাবার জন্য বিবেকের দিওয়ালি উপহার সুরেশ ওবেরয় ও বিবেক ওবেরয়

দিওয়ালি উপলক্ষে বাবাকে (অভিনেতা সুরেশ ওবেরয়) চমকে দিলেন অভিনেতা বিবেক ওবেরয়। তাকে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।

একটি সূত্র জানিয়েছে, প্রতি বছর দিওয়ালিতে পরিবারের সবাইকে উপহার দেন বিবেক। এবার যদিও তার বাবা সুরেশ জানান, কোনো উপহার দরকার নেই। ছেলে ভালো করেই জানে তার বাবা গাড়িপ্রেমী।

সুরেশ না চাইলেও বিবেক ঠিকই গাড়ির অর্ডার দিয়েছিলেন। তবে এটা বাড়ির দরজার সামনে না আসা পর্যন্ত তিনি জানতে পারেননি বারণ করা সত্ত্বেও পুত্র উপহার দামি উপহার কিনে ফেলেছে।

এটা নস্টালজিক মুহূর্ত উল্লেখ করে বিবেক বলেছেন, ‘যখন যুবক ছিলাম, বাবা আমাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন। সেদিনের কথা এখনও স্পষ্ট মনে আছে। তাই বাবাকে গাড়ি উপহার দেওয়া আমার জন্য নস্টালজিক মুহূর্ত। ’

এদিকে বিবেক এখন রামগোপাল ভার্মার পরিচালনায় ‘রাই’ ছবির কাজে ব্যস্ত। এতে তাকে দেখা যাবে অপরাধজগতের একসময়ের ডন মুথাপ্পা রাই চরিত্রে। বিবেককে সবশেষ দেখা গেছে ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।