ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এসিডদগ্ধ নারীদের চমকে দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসিডদগ্ধ নারীদের চমকে দিলেন শাহরুখ

‘দ্য রিং’ ছবির কাজ শেষে মুম্বাইয়ে ফিরে ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারণা শুরু করেছেন শাহরুখ খান। তবে এর আগে গত ২৬ অক্টোবর কয়েকজন বিশেষ নারীকে চমকে দিলেন তিনি।

এসিড হামলার শিকার এই নারীরা প্রত্যেকে বলিউড বাদশার অন্ধভক্ত।  

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে পুরোপুরি চমকে যান এসিডদগ্ধ নারীরা। তাদের সঙ্গে ছবিও তুলেছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। তার সঙ্গে দেখা করার জন্য বিশেষ এই নারীদেরকে গত ২৭ অক্টোবর দুপুরে টুইটারে ধন্যবাদ জানান তিনি। ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আমার বন্ধু রেশমা, মমতা, স্বপ্না ও বাসন্তীর সঙ্গে আমি। ’

বিখ্যাত একটি স্টুডিওতে এসিড সন্ত্রাসের শিকার কয়েকজন নারীকে একটি স্টুডিওতে নিয়ে যায় মেকলাভ নটসকারস ফাউন্ডেশন। তখন তাদের সঙ্গে পাশের একটি কক্ষে বসে ফেসবুক চ্যাট করছিলেন শাহরুখ। আলাপ শেষে তিনি সামনে আসতেই চমকে যান ওই নারীরা। তাদের নিজের চোখকেই তখন বিশ্বাস হচ্ছিলো না।

সব মিলিয়ে ২০ মিনিট কথা বলেছেন সবাই। শাহরুখ কথা দিয়েছেন, এসিডদগ্ধ এই নারীদের সঙ্গে আবার সাক্ষাৎ করবেন। তখন আরও বেশি করে সময় কাটাবেন তিনি।

এদিকে ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভাট। পরিচালনায় ‘ইংলিশ ভিংলিশ’খ্যাত গৌরি শিন্ডে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।