ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথমবারের মতো ফুয়াদ ও ইমরান একসঙ্গে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
প্রথমবারের মতো ফুয়াদ ও ইমরান একসঙ্গে (বাঁ থেকে) ফুয়াদ আল মুক্তাদির ও ইমরান

প্রথমবারের মতো ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করলেন ইমরান। তার সুর করা ও গাওয়া ‘ধোঁয়া’ শিরোনামের একটি গানের সংগীতায়োজন করেছেন ফুয়াদ।

এর কথা লিখেছেন আবদার রহমান।

জানা গেছে, সম্প্রতি সংগীত পরিবেশন করতে ইমরান আমেরিকায় যাওয়ার পর সেখানে অবস্থানরত ফুয়াদের সঙ্গে তার ভালো বোঝাপড়া তৈরি হয়। এরপর গত এপ্রিলে গানটি নিয়ে ফেসবুকে তাদের কথা হয়।

তখন ফুয়াদ কাজ করতে সম্মতি জানানোর ফলে উচ্ছ্বসিত হন ইমরান। তাকে সুর বানিয়ে দেওয়ার জন্য বলে ফুয়াদ জানান, তিনিই এর সংগীত প্রযোজনা করবেন। এতে ডুডুক বাজিয়েছেন আর্মেনিয়ার হ্যারাটাইয়ুন কয়ল্যান

শনিবার (২৯ অক্টোবর) রাতে ইমরান বাংলানিউজকে বলেছেন, ‘এটা দারুণ এক অভিজ্ঞতা। গানে আসার আগে থেকেই আমি ফুয়াদ ভাইয়ের ভক্ত। সে হিসেবে তার সঙ্গে কাজ করা স্বপ্ন ছিলো আমার। এখন সেটা সত্যি হয়েছে! এমন একজন বড়মাপের সংগীতশিল্পীর সঙ্গে কাজ করতে পারার অানন্দ অন্যরকম। গানটা নিয়ে অনেক আশাবাদী আমরা। আমাদের উভয়ের সম্মিলনে সাজানো এই গানে শ্রোতারা নতুন স্বাদ পাবেন। ’

ইংরেজি নববর্ষকে সামনে রেখে আগামী ডিসেম্বরে একটি ভিডিওসহ গানটি প্রকাশের পরিকল্পনা আছে ফুয়াদ ও ইমরানের।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।