ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিনোদন হাইলাইটস: নতুন ৫ ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
বিনোদন হাইলাইটস: নতুন ৫ ভিডিও (বাঁ থেকে) সোনাক্ষী সিনহা, ঐশী ও সানি লিওন

সারাবিশ্বের কোটি কোটি সংগীতপ্রেমী বিনামূল্যের অডিও-ভিডিও প্ল্যাটফর্মগুলোতে এখন গান শুনছেন, দেখছেন। তাই প্রতিদিনই ইউটিউবে প্রকাশিত হচ্ছে নতুন নতুন মিউজিক ভিডিও।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনভর ইউটিউবে এসেছে বেশ কয়েকটি গানের ভিডিও। উপভোগ করতে পারেন এগুলো।


* দুই প্রজন্মের দুই কণ্ঠশিল্পী আসিফ আকবর ও ঐশীর দ্বৈত গান ‘বন্ধুত্ব’ আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীত আজমির বাবুর। স্টুডিওতে ধারণকৃত ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান।


* সংগীতা থেকে প্রকাশিত ‘মন শুধু তুই তুই করে’ শিরোনামের গানটি গেয়েছেন বেলাল ও ঝিলিক। এর কথা লিখেছেন এ মিজান, সুর ও সংগীত পরিচালনায় জাহিদ বাশার পঙ্কজ। এতে মডেল হয়েছেন শেহজাদ ওমর, লিয়ানা লিয়া, বি বাবুল, রিয়াজ সিকদার ও রাশেদ ক্রিম। এর নির্দেশনা দিয়েছেন রানা বর্তমান।


* বলিউডের ‘ফোর্স টু’ ছবির ‘ও জানিয়া’ শিরোনামের গানটি গেয়েছেন নেহা কাক্কার। এর কথা লিখেছেন কুমার, সংগীত পরিচালনায় গৌরব রোশিন। এর ব্রিজ লাইনে ব্যবহার হয়েছে মিস্টার ইন্ডিয়া ছবির জন্য কিশোর কুমার ও আলিশা চিনয়ের গাওয়া ‘আই লাভ ইউ’ গানের লাইনগুলো। ‘ও জানিয়া’য় নেচেছেন সোনাক্ষী সিনহা। ছবিটিতে তাকে দেখা যাবে জন অ্যাব্রাহামের বিপরীতে।


* ‘ডংরি কা রাজা’ ছবির আইটেম গান ‘চোলি ব্লক বাস্টার’-এ নেচেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এটি গেয়েছেন মমতা শর্মা। তাকে সঙ্গ দিয়েছেন মিট ব্রস ও অন্যরা। এর কথা লিখেছেন কুমার, সংগীত পরিচালনায় মিট ব্রস ও অঞ্জন। ছবিটির পরিচালক হাদি আলি আবরার।


* স্কটিশ ডিজে ক্যালভিন হ্যারিসের নতুন গান ‘মাই ওয়ে’। এর মাধ্যমে তিনি গায়ক হিসেবে ফিরলেন অনেকদিন পর। এটি এখন আছে ইউকে সিঙ্গেলস চার্টের চার নম্বরে। ভিডিওটিতে ক্যালভিনের রোবট প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ইতালিয়ান তারকা ইমানুয়েলা পস্তাচিনি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।