ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

‘সাংস্কৃতিক অগ্রযাত্রায় নবতরঙ্গ’ প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ১ নভেম্বর। এদিন সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে রয়েছে নানান আয়োজন।

দুপুর সাড়ে ১২টায় দেখানো হবে প্রথম বাঙালি চলচ্চিত্রকার হীরালাল সেনের ওপর নির্মিত তথ্যচিত্র। দুপুর আড়াইটা ও বিকেল সাড়ে পাঁচটায় থাকবে বিসিটিআই শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী।

সকাল সাড়ে ৯টায় বের হবে আনন্দ শোভাযাত্রা। সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মিডিয়া ব্যক্তিত্ব ও বিসিটিআইয়ের কোর্স পরিচালক ম. হামিদ। থাকছে চলচ্চিত্র ও টেলিভিশন কোর্সের শিক্ষার্থীদের কথা।

‘বাংলাদেশের চলচ্চিত্র: হীরালাল সেন থেকে বর্তমান প্রজন্ম’ বিষয়ে প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক বক্তা চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড. জাকির হোসেন রাজু। সম্মানিত অতিথি থাকছেন চলচ্চিত্রকার ও বিসিটিআইয়ের গভর্নিং বডির সদস্য মোরশেদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি বিসিটিআই গভর্নিং বডির চেয়ারম্যান ও তথ্য সচিব মরতুজা আহমদ। সভাপতির বক্তব্য রাখবেন বিসিটিআই প্রধান নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।