ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মমর সঙ্গে জোভান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
মমর সঙ্গে জোভান ফারহান আহমেদ জোভান ও জাকিয়া বারী মম

ছোটপর্দার এ সময়ের অভিনেতা ফারহান আহমেদ জোভানের অনেকদিনের ইচ্ছা ছিলো অভিনেত্রী জাকিয়া বারী মমর সঙ্গে কাজ করা। অবশেষে সেটা ঘটেছে।

‘অসময়ের বৃত্ত’ নামের একটি নাটকে দেখা যাবে তাদেরকে।

নাটকটি প্রসঙ্গে জোভান রোববার (৩০ অক্টোবর) সকালে বাংলানিউজকে বললেন, ‘মম আপুর সঙ্গে প্রথমবার কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে। তিনি আমার স্বপ্নের অভিনেত্রীদের মধ্যে একজন। তার কাছ থেকে কাজের ব্যাপারে অনেক সহযোগিতা পেয়েছি। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিলো। ’

নাটকটিতে জোভানের চরিত্রটি একজন সন্ত্রাসীর। এটি লিখেছেন মনসুর রহমান চঞ্চল, পরিচালনায় চয়নিকা চৌধুরী। শিগগিরই একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

একক নাটকের পাশাপাশি বর্তমানে আটটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত জোভান। এর মধ্যে ‘তরুণ তুর্কি’, ‘শুন্যতা’, ‘বৃষ্টিদের বাড়ি’, ‘নয় ছয়’, ‘চৌধুরী অ্যান্ড সানস’, ‘নাগরদোলা’, ‘ব্যাক বেঞ্চার্স’ অন্যতম।

আবু হায়াত মাহমুদের নতুন ধারাবাহিক ‘বৃষ্টিদের বাড়ি’র কাজ সম্প্রতি শুরু হয়েছে। জোভান বললেন, ‘এই নাটকে অনেক গুণী সহশিল্পীর সঙ্গে কাজ করছি। এখানে আমি একজন তরুণ নির্মাতা, যে একটু বোকা ধাঁচের। কিন্তু আশ্চর্যজনকভাবে একসময় সে সত্যিই একটি ছবি বানায়। ’

নাটকের পাশাপাশি জোভান সম্প্রতি আদনান আল রাজিবের নির্দেশনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এর কাজে কয়েকদিন আগেই জোভান ঘুরে এলেন চট্টগ্রাম থেকে। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে এর চিত্রায়ন হয়েছে। এর আগে বাংলালিংকের ‘আমি ঘুরি সারা বাংলাদেশ’ বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি।

এদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত জোভানের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মোমেন্টস’ এরই মধ্যে দেখা হয়েছে কয়েক লাখ বার। এতে অভিনেত্রী নাদিয়া খানমের সঙ্গে তার রসায়ন উপভোগ করছে দর্শকরা। এর আগে ‘অস্তিত্ব’ ছবির মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক হয়েছে। এতে নুসরাত ইমরোজ তিশার ভাইয়ের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

তবে আপাতত আর বড়পর্দায় কাজ করবেন না জানিয়ে জোভান বলেছেন, ‘আমি অভিনয়টা এখনও শিখছি। ‘অস্তিত্ব’র পর আরও চারটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি মনে করি, চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত নই। বড়পর্দা আপাতত আমার জন্য নয়। ’

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।