ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই বছর পর মিউজিক ভিডিওতে সামিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
দুই বছর পর মিউজিক ভিডিওতে সামিয়া সামিয়া সাঈদ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী সামিয়া সাঈদ প্রায় দুই বছর পর আবার মিউজিক ভিডিওর মডেল হলেন। সংগীতশিল্পী আগুনের ‘ফিরে আয়’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে।

মিউজিক ভিডিওর চিত্রায়ন হয়েছে সিলেটের জাফলংয়ে। এতে সামিয়ার সহশিল্পী ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ বিজয়ী আজাদ। এর আগে বিটিভির ‘লাল শাড়ি’ নামের একটি নাটকে তারা একসঙ্গে অভিনয় করেন।

এ প্রসঙ্গে সামিয়া রোববার (৩০ অক্টোবর) বাংলানিউজকে জানান, গল্পটি বিরহকেন্দ্রিক। এখানে স্লো-মোশনের কিছু দৃশ্য থাকছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গান গাইলেও আগুনকে দেখা যাবে না এতে। গানটির কথা ও সুর শাহরিদ বেলালের। সংগীতায়োজনে রেজওয়ান শেখ। এটি বাজারে এনেছে অ্যাডবক্স। শিগগিরই ভিডিওটি ইউটিউবে প্রকাশ হবে।

বর্তমানে সামিয়া একক ও ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত। তার অভিনীত ‘বউ বকা দেয়’ (একুশে টিভি) ও ‘হাউজওয়াইফ’ (মাছরাঙা টেলিভিশন) ধারাবাহিক দুটি প্রচারিত হচ্ছে। তিনি বললেন, ‘অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকা হয়। ধারাবাহিক নাটকগুলোতে বেশি সময় দিচ্ছি। এজন্য মিউজিক ভিডিওতে এতোদিন কাজ করতে পারিনি। ’

‘ফিরে আয়’ হলো সামিয়ার চতুর্থ মিউজিক ভিডিও। তিনি সবশেষ আজাদ সুমন ও অরিনের ‘মায়াবিনী’ গানে মডেল হন। তার আগে কাজ করেছেন ইমরান ও নাওমীর ‘আনমনা’র ভিডিওতে।

* ইমরান ও নাওমীর কণ্ঠে ‘আনমনা’ গানের ভিডিও:

* ‘মায়াবিনী’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।