ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করতে রাজি অ্যাডেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বিয়ে করতে রাজি অ্যাডেল অ্যাডেল

ব্রিটিশ গায়িকা অ্যাডেল দীর্ঘদিনের প্রেমিক সিমন কোনেকির সঙ্গে এক ছাদের নিচে থাকছেন। তাদের ভালোবাসার ফসল হিসেবে এসেছে এক পুত্রসন্তান অ্যাঞ্জেলো।

তার বয়স চার বছর।

অবশেষে পাঁচ বছর প্রেমের পর প্রেমিকের সঙ্গে বাগদানের পরিকল্পনা করেছেন অ্যাডেল। চলতি বছরের শেষ প্রান্তে গিয়ে হতে পারে এই আনুষ্ঠানিকতা। ৪২ বছর বয়সী সিমনকে বিয়ে করতে সম্মতি জানিয়েছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের খবর, সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। দু’জনই মনে করছেন, এখনই উপযুক্ত সময়। তবে বিয়েতে যে অ্যাডেল ধুমধাম করবেন না তা একরকম নিশ্চিত। তার মতো সিমনও নিভৃতে থাকতেই পছন্দ করেন। বাগদান করলেও ২৮ বছর বয়সী এই গায়িকা অনামিকায় প্রচুর হীরা দিয়ে বানানো আংটি অনামিকায় পরে জনসম্মুখে আসতে নারাজ।

তবে বিয়ের ব্যাপারে তারা উভয়ে উচ্ছ্বসিত। এক বন্ধু জানান, অ্যাডেল এখন বিভিন্ন কনসার্টে দর্শক-শ্রোতাদের গানে গানে সুরের মূর্ছনায় মাতাচ্ছেন। দশ মাসের এই সংগীত সফর শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে মুখিয়ে আছেন তিনি।

প্রেমিককে নিয়ে সম্প্রতি অভিজাত একটি বাড়িতে উঠেছেন অ্যাডেল। তার প্রতিবেশীদের মধ্যে আছেন বিখ্যাত তারকারা। ফুরসত পেলেই তারা গ্র্যামী ও অস্কারজয়ী এই গায়িকাকে নেমন্তন্ন করেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।