ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমিরের চোখে রণবীর সেরা অভিনেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আমিরের চোখে রণবীর সেরা অভিনেতা রণবীর কাপুর ও আনুশকা শর্মা, (ডানে) আমির খান

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ভূয়সী প্রশংসা করলেন সুপারস্টার আমির খান। প্রেমের ছবিটিতে রণবীর কাপুরের অভিনয় মাতিয়েছে তাকেও।

তাই ঋষি কাপুরের এই পুত্রকে সেরা অভিনেতা হিসেবে মন্তব্য করেছেন তিনি।

গত ২৯ অক্টোবর ছবি দেখার পরপরই টুইটারে রাতে আমির লিখেছেন, ‘কী দারুণ ছবি! খুব ভালো লেগেছে এটা দেখে। করণ (করণ জোহর) এমন ছক্কাই মেরেছেন যে বল স্টেডিয়ামের বাইরে চলে গেছে!’

আরেক টুইটে আমির লিখেছেন, ‘রণবীর, ঐশ্বরিয়া ও আনুশকা মনমাতানো অভিনয় করেছেন। রণবীর সেরা অভিনেতা! না দেখলে বোঝা যাবে না। ’

দর্শক ও সমালোচকদের প্রশংসায় বলা হচ্ছে, ‘অ্যায় দিল কি দিওয়ালি!’ করণ জোহরের বহুল প্রতীক্ষিত ছবিটি মুক্তি পায় গত ২৮ অক্টোবর। এর মূল বিষয়বস্তু প্রতিদানহীন ভালোবাসা। মুক্তির পর এটি দেখে আমির মনে করেন, প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন পরিচালক। তার কাজ অসাধারণ বলেও মন্তব্য ৫১ বছর বয়সী এই তারকার।

ছবিটিতে শাহরুখ খান আর আলিয়া ভাট আছেন অতিথি চরিত্রে। এ ছাড়াও অভিনয় করেছেন ফাওয়াদ খান, লিসা হেডন। মুক্তির প্রথম দিনে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আয় করে ১৩ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে এর আয় ২৬ কোটি ৪০ লাখ রুপি।

এদিকে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রাও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখে অভিভূত। এ ছাড়া টুইংকেল খান্না, জ্যাকলিন ফার্নান্দেজ, অর্জুন কাপুরও প্রশংসা করেছেন। কারিনা কাপুর খান তো মুক্তির আগেই দেখে বলে দিয়েছেন এটাই করণের সেরা কাজ।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।