ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানীর দিওয়ালি সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
রানীর দিওয়ালি সেলফি

আলোর রোশনাইয়ে আতশবাজি আর মিষ্টির সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দিওয়ালি উদযাপনের আমেজ দেখা গেলো বলিউডের সর্বত্র।

তারকাদের মধ্যে আলাদাভাবে মনোযোগ কেড়েছেন রানী মুখার্জি।

দিওয়ালির আনন্দে করণ জোহরের সঙ্গে তার তোলা সেলফি এসেছে খবরের শিরোনামে। করণের প্রথম দুই ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮) ও ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১)-এ স্বল্প উপস্থিতির চরিত্রে কাজ করেন রানী। সেই থেকে তাদের বন্ধুত্ব।

করণের ‘কাভি আলবিদা না কেহনা’ (২০০৬) ছবি দুটিতেও অভিনয় করেন রানী। তার শ্বশুরবাড়ি চোপড়াদের দিওয়ালির অনুষ্ঠানে তাই করণের উপস্থিতি ছিলো চেনা চিত্র। এখানে আরও ছিলেন নৃত্য পরিচালক বৈভবি মার্চেন্ট, কাস্টিং ডিরেক্টর শানু শর্মা ও রানীর ননদ জ্যোতি। দিওয়ালিতে জমকালো শাড়িতে সেজেছিলেন রানী। প্রচুর গহনাও পরেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।