ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রূপসজ্জা শিল্পী বঙ্গজিৎ দত্ত স্মরণে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
রূপসজ্জা শিল্পী বঙ্গজিৎ দত্ত স্মরণে বঙ্গজিৎ দত্ত

দেশের প্রথিতযশা রূপসজ্জা শিল্পী বঙ্গজিৎ দত্তর ১৬তম প্রয়াণ দিবস ১ নভেম্বর। এ উপলক্ষে শিল্পী বঙ্গজিৎ দত্ত স্মরণে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করেছে বঙ্গজিৎ দত্ত প্রয়াণ দিবস উদযাপন পর্ষদ।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় তিন দিনের অনুষ্ঠানমালার সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে থাকবে নানান আয়োজন। এখানে অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যসারথী আতাউর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলির সদস্য নাট্যজন ঝুনা চৌধুরী এবং নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ।

থাকবে রূপসজ্জা কর্মশালার সনদপত্র বিতরণ এবং স্মৃতিচারণ। সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করবে কাঁদামাটি, গানের দল সর্বনাম, মাইম আর্ট এবং বঙ্গলোক। সবশেষে থাকবে তরুণ নাট্যকর্মীদের পরিবেশনা।

এর আগে থিয়েটার ডিজাইনার্স ইনস্টিটিউটের সহযোগিতায় গত ২৮ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় দুই দিনের হাতে-কলমে রূপসজ্জা কর্মশালা। এতে প্রয়াত বঙ্গজিৎ দত্তর সুযোগ্য সন্তান এ সময়ের সম্ভাবনাময় রূপসজ্জা শিল্পী শুভাশিষ দত্ত তন্ময় বাবার শেখানো জ্ঞানই পৌঁছে দেন তরুণ নাট্যকর্মীদের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।