ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ন্যাড়া মাথায় রণবীর কাপুর ও আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ন্যাড়া মাথায় রণবীর কাপুর ও আনুশকা রণবীর কাপুর ও আনুশকা শর্মা

বেশ কয়েক সপ্তাহ ধরে ভারতীয় সংবাদমাধ্যমে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির ব্যাপারে পরিচালক করণ জোহরের নানান জটিলতায় পড়ার বিস্তর খবর প্রকাশিত হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই প্রেক্ষাগৃহে এসেছে রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ছবি।

গত ২৮ অক্টোবর মুক্তির দিন থেকেই চাউর হয়েছে, ছবিটিতে রণবীর ও আনুশকাকে পুরোপুরি নতুন সাজে দেখা যাচ্ছে। চমকপ্রদ ব্যাপার হলো, দু’জনই হাজির হয়েছেন টেকো হিসেবে। এটাই এখন তাজা খবর!

তবে রণবীর ও আনুশকা গল্পের কোন পর্যায়ে এবং কেনো ন্যাড়া মাথায় ক্যামেরার সামনে এসেছেন তা ছবি দেখলেই নাকি জানা যাবে। বোঝা যাচ্ছে, কাহিনিতে তুমুল নাটকীয়তা রয়েছে। এ কারণেই বলিউডের এ দুই তারকাকে ন্যাড়া সাজতে হয়েছে। খবর বলিউড হাঙ্গামার।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।