ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

র‍্যাম্প থেকে রূপালি পর্দায় ফারিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
র‍্যাম্প থেকে রূপালি পর্দায় ফারিন হুমায়রা ফারিন খান, ছবি: সেবুল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও জলি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ছবির মাধ্যমে এবার বড়পর্দায় পথচলা শুরু করছেন হুমায়রা ফারিন খান।

সোমবার (৩১ অক্টোবর) রাতে ঢাকা ক্লাবে এ ঘোষণা দেওয়া হয়। এখানে ‘ধেৎতেরিকি’ নামের একটি ছবির নায়িকা হিসেবে ফারিনকে পরিচয় করিয়ে দেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ।

‘ধ্যাৎতেরিকি’ ছবিতে নায়িকা কে হবেন তা আগাম জানাতে পারলে একজনকে বিজয়ী করার ঘোষণা দিয়ে রেখেছিলো জাজ মাল্টিমিডিয়া। এর অংশ হিসেবে ফারিনসহ কয়েকজনের ছবি পোস্ট হয়েছে প্রতিষ্ঠান ফেসবুক পেজে।

এ কার্যক্রমে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ। তার হাতে পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি রঙিন এলইডি টিভি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ফারিন।

ছবিটিতে ফারিন জুটি বাঁধবেন রোশানের সঙ্গে। গত কোরবানির ঈদে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয়েছে তার। যৌথ প্রযোজনায় ‘ধেৎতেরিকি’তে আরও অভিনয় করবেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। আগামী মাসেই এর চিত্রায়ন শুরু হবে শামীম আহমেদ রনির পরিচালনায়।

ফারিন র‍্যাম্প আঙিনার পরিচিত মুখ। তিনি কয়েকটি ফ্যাশন হাউজের বিলবোর্ডেও মডেল হয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে চলচ্চিত্রে সুযোগ দেওয়ার জন্য জাজ মাল্টিমিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ। ’

* নতুন নায়িকা হিসেবে ফারিনের নাম ঘোষণার ভিডিও দেখতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।