ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রবীন্দ্রনাথের শৈলবালা নুসরাত ফারিয়া

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
রবীন্দ্রনাথের শৈলবালা নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া, ছবি: সেবুল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লাল পাড়ে সাদা শাড়িতে সেজে এসে হাজির চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈলবালা চরিত্র হয়ে উঠেছেন তিনি।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে তাকে পাওয়া গেলো এভাবে।

নুসরাত ফারিয়াকে সাধারণ পশ্চিমা পোশাকেই দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। তবে এবার বাঙালি সাজে দেখা দিলেন তিনি। এর কারণ কবিগুরুর ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবিতে শৈলবালা চরিত্রে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ছবিটির সংবাদ সম্মেলনে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি এখন শৈলবালা। গোয়েন্দানির্ভর এই গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রে দর্শকরা আমার কণ্ঠ শুনবেন। এ কাজটা করার অভিজ্ঞতা অন্যরকম। ’

এ সময় ফারিয়া মঞ্চে ডেকে নেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আফরিনা আজিজকে। ‘ডিটেকটিভ’-এর চিত্রনাট্য সাজিয়েছেন তারিক আনাম খান। পরিচালনা করেছেন তপন আহমেদ। এতে মাহিন বাবু চরিত্রে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি এখন অস্ট্রেলিয়াতে আছেন।

ইমন সাহার সংগীতায়োজনে দুটি রবীন্দ্রসংগীত রয়েছে ‘ডিটেকটিভ’ ছবিতে। এর মধ্যে ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী কনা। সংবাদ সম্মেলনে তিনি ছিলেন। এ ছাড়া অংশ নেন সংগীতশিল্পী মেহেরিন, ইমরান, কিশোর, শফিক তুহিনসহ অনেকে।

* ‘ডিটেকটিভ’ ছবির সংবাদ সম্মেলনে নুসরাত ফারিয়াকে দেখতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।