ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার বাংলাদেশি ভক্তের চোখের সামনে স্করপিয়নস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
চার বাংলাদেশি ভক্তের চোখের সামনে স্করপিয়নস!

বিখ্যাত রক ব্যান্ড স্করপিয়নসের চার ভক্তের স্বপ্নপূরণ করলো রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ। তাদের সুবাদে প্রিয় ব্যান্ডের সংগীতশিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন এই ভাগ্যবানরা।

মালয়েশিয়ায় দলটির ৫০ বছর পূর্তি কনসার্টও সামনের সারি থেকে উপভোগ করেছেন চার বাংলাদেশি। তারা হলেন মোঃ ওয়ালিউল্লাহ শাহান কবন্ধ, আবিদুর রহমান, রুসাফা রুহিনি এবং সাইফ উজ জামান।

ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম বলেন, ‘পছন্দের ব্যান্ডকে কনসার্টে সামনাসামনি উপভোগের মতো অনুভ‚তি নিঃসন্দেহে অতুলনীয়। আমার পছন্দের কিছু ব্যান্ডের সঙ্গে আমার এই অভিজ্ঞতা হয়েছে। তাই অন্য সংগীতপ্রেমীদের স্বপ্নপূরণের মাধ্যমে অসাধারণ আনন্দ পেয়েছি। ’

পাঁচ দশক পূর্তি উপলক্ষে স্করপিয়নস ব্যান্ডের গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা ৬৬ বছর বয়সী রুডলফ শেনকার রোলিং স্টোন ম্যাগাজিনকে বলেছেন, ‘৫০ বছর আগে ব্যান্ড শুরুর সময় চার-পাঁচজনকে চিনতাম, যারা বিশ্বের নানা প্রান্তে একসঙ্গে ঘুরে রক মিউজিকের মাধ্যমে বন্ধু ও শুভাকাঙ্ক্ষী তৈরি করতেন। আমিও একই জিনিস চেয়েছি। আমার সঙ্গে কয়েকজন অসাধারণ সংগীতশিল্পী আছেন, যাদের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। সেজন্যই এতোটা পথ পাড়ি দিতে পেরেছি। ’

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।