ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ডিটেকটিভ’ ছবির অনুপ্রেরণায় অনলাইন গেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
‘ডিটেকটিভ’ ছবির অনুপ্রেরণায় অনলাইন গেম

নিছক সময় কাটানো কিংবা নিখাদ বিনোদনের জন্যই হোক, অনলাইন গেম এখন ছেলেবুড়ো সবার কাছেই দারুণ পছন্দের। এ দিকটি মাথায় রেখে অ্যানিমেটেড ছবি ‘ডিটেকটিভ’-এর অনুপ্রেরণায় তৈরি হলো নতুন একটি অনলাইন গেম।

এর নাম রাখা হয়েছে ‘ডিটেকটিভ দ্য গেম’।

‘ডিটেকটিভ’কে বলা হচ্ছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি। তাই এতে অনুপ্রাণিত হয়ে অনলাইন গেমটি তৈরি করেছে টিম রিবুটের একদল তরুণ যুবক। আগামী ৬ নভেম্বর থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এটি।

গত ৩১ অক্টোবর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ বলেন, “আমি নিজেও গেম খেলতে পছন্দ করি। আমাদের সবার ফোনেই এখন বিদেশি গেম। কিন্তু আমাদের দেশের মেধাবী তরুণরাও যে ভালো গেম বানাতে পারে সেটা বোঝা যাবে ‘ডিটেকটিভ দ্য গেম’ দেখে। তাদের সবার বয়সই পঁচিশ বছরের নিচে। উদীয়মান এ তরুণদের জন্যই ‘ডিটেকটিভ’ গেমটি তৈরি করা সম্ভব হয়েছে। ”

‘ডিটেকটিভ’ ছবির পরিচালক, সম্পাদক ও অ্যানিমেটর তপন আহমেদ। তার প্রসঙ্গে প্রযোজক বললেন, “তপন আহমেদের জন্যই এটি তৈরি করা সম্ভব হয়েছে। দিনরাত মিলিয়ে মাত্র চার ঘণ্টা ঘুমাতেন তিনি। বাকি সময়ে তাকে কম্পিউটারের মনিটরে তাকিয়ে থাকতে দেখেছি। আমাদের অনেক কষ্টের ফল এই ছবি। ‘ডিটেকটিভ’ ব্যবসাসফল হলে এ ধরনের অ্যানিমেটেড ছবি নির্মাণে আমার মতো দেশের অন্য নির্মাতারাও উৎসাহিত হবেন। ”

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘ডিটেকটিভ’ অবলম্বনে নির্মিত অ্যানিমেটেড ছবিটির চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। গল্পে মঈন চন্দ্র চরিত্রে আরিফিন শুভ, শৈলবালার ভূমিকায় নুসরাত ফারিয়া ও মনমথ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরিয়াজ। ইমন সাহার সংগীতায়োজনে দুটি রবীন্দ্রসংগীত রয়েছে ছবিতে। ‘ডিটেকটিভ’ মুক্তি পাবে চলতি বছর।

* ‘ডিটেকটিভ দ্য গেম’-এর ট্রেলার:

বাংলোদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।