ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সমরজিৎ ও অন্বেষার ‘তোমার কাছে’র ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
সমরজিৎ ও অন্বেষার ‘তোমার কাছে’র ভিডিও সমরজিৎ রায় ও অন্বেষা দত্ত গুপ্ত

সংগীতশিল্পী সমরজিৎ রায় ও ভারতীয় গায়িকা অন্বেষা দত্ত গুপ্তর দ্বৈত গানের ভিডিও প্রকাশিত হলো। এর কথা এমন- ‘কেনো তা জানিনা এ মন পড়ে থাকে তোমার কাছে/সারাদিন আমি কী যে করি/ভাবনার স্রোতে শুধু ভরি/কী যেন আশা ঘিরে আছে’।

‘তোমার কাছে’ শিরোনামের গানটি লিখেছেন মৃণাল চক্রবর্তী, সংগীতায়োজন করেছেন রকেট মন্ডল ও জে.কে. মজলিস। দুর্গাপূজা উপলক্ষে বাজারে আসা সমরজিৎ রায়ের একক অ্যালবাম ‘গোধূলিবেলা’ থেকে এটি নেওয়া। ভিডিওটি উন্মুক্ত হয়েছে বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে। এতে মডেল হয়েছেন সাব্বির ও নিঝুম। এটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান।

সমরজিৎ রায় দীর্ঘদিন ধরে শুদ্ধ সংগীতের মাধ্যমে ভারত ও বাংলাদেশের সংগীত পিপাসুদের ভালোবাসা পাচ্ছেন। শ্রোতাদের কথা বিবেচনা করেই ‘তোমার কাছে’ গানের ভিডিও বের করেছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) আরটিভির ‘মি উজিক স্টেশন’ অনুষ্ঠানে কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে’র গান গেয়ে শোনাবেন সমরজিৎ। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ২০ মিনিটে। এ আয়োজনে আরও গাইবেন মৌটুসী পার্থ ও তাসাওউফ। প্রযোজনায় শাহ আমীর খসরু।

* সমরজিৎ রায় ও অন্বেষার গাওয়া ‘তোমার কাছে’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।