ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চশমা ছাড়াই থ্রিডিতে দেখা যাবে ‘অ্যাভাটার’ সিক্যুয়েল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
চশমা ছাড়াই থ্রিডিতে দেখা যাবে ‘অ্যাভাটার’ সিক্যুয়েল! জেমস ক্যামেরন

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন আশা করছেন, তার ‘অ্যাভাটার’ ছবির সিক্যুয়েল নতুন ত্রিমাত্রিক প্রযুক্তির প্রচলনে পথিকৃৎ হবে। তিনি ছবিটি এমনভাবে তৈরি করছেন, যা দেখতে দর্শকদের চোখে চশমা রাখতে হবে না!

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’ ছবিতে নতুন প্রযুক্তি উপস্থাপন করে সাড়া ফেলেন ক্যামেরন।

এটাই এখনও হলিউডে সর্বকালের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র।

এবার এর নতুন কিস্তির জন্য ত্রিমাত্রিক প্রযুক্তিতে নতুন উদ্ভাবনীর সঙ্গে দর্শককে পরিচয় করিয়ে দিতে চান তিনি। ত্রিমাত্রিক প্রযুক্তিতে ছবি দেখা সহজ করে তুলতেই নাকি তার এই প্রয়াস।
 
আশার কথা হলো, লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন ক্যামেরন। এর মাধ্যমে দর্শকদের ছবি দেখার পথ বদলে যাবে বলে মনে করেন তিনি।

তার ভাষ্য, ‘আমি দারুণ একটা নাড়া দিতে যাচ্ছি। তাছাড়া নতুন পর্বের জন্য আমাদের উজ্জ্বল প্রজেকশন প্রয়োজন। মনে হচ্ছে গ্লাস ছাড়াই এ ছবি দেখা সম্ভব। আমরা সেটা বাস্তবায়নের পথে এগোচ্ছি। ’

‘অ্যাভাটার টু’ মুক্তি পাবে ২০১৮ সালের বড়দিন উপলক্ষে। এরপর ‘অ্যাভাটার থ্রি’ ২০২০ সালে, ‘অ্যাভাটার ফোর’ ২০২২ সালে এবং ‘অ্যাভাটার ফাইভ’ আসবে ২০২৩ সালে।  

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।