ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ভয়ংকর সুন্দর’ স্বত্ত্ব পেলো আরটিভি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
‘ভয়ংকর সুন্দর’ স্বত্ত্ব পেলো আরটিভি

২০১৭ সালের ভালোবাসা দিবসের আগেই মুক্তি পাবে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’। এর ছোটপর্দার স্বত্ত্ব পেয়েছে আরটিভি।

এ উপলক্ষে চ্যানেলটির কার্যালয়ে বুধবার (২ নভেম্বর) বিকেলে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছিলেন ছবিটির পরিচালক, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, বার্তা প্রধান লুৎফর রহমান, সহকারি মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) সৈয়দ সাবাব আলী আরজু প্রমুখ।

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে তৈরি হয়েছে ‘ভয়ংকর সুন্দর’। এতে জুটি বেঁধেছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা। এ ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালেন শুভ্র প্রমুখ।

এ ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। নৃত্য পরিচালনায় সোহাগ এবং পোশাক পরিকল্পনায় কাজ করেছেন চিন্ময়ী গুপ্তা। আরটিভি ছবিটির প্রচারেও সহযোগিতা করবে বলে জানান সংশ্লিষ্টরা।

আরও পড়ুন>>>
* শীতে ‘ভয়ঙ্কর সুন্দর’

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।