ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মৌসুমীর জন্য ওমর সানির আবেগঘন স্ট্যাটাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
মৌসুমীর জন্য ওমর সানির আবেগঘন স্ট্যাটাস ওমর সানি ও মৌসুমী-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিত্রনায়িকা মৌসুমীর ভক্ত অসংখ্য। কোটি মানুষের মতো ওমর সানিও তার ভক্ত।

বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে একথা জানান তিনি। ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিন উপলক্ষে আবেগঘন কিছু কথা ভাগাভাগি করেছেন এই চিত্রনায়ক।

ওমর সানি লিখেছেন, ‘আচ্ছা কেউ কি জানে, কোটি ভক্তের মতো আমিও মৌসুমীর অতি সাধারণ একজন ভক্ত? পার্থক্য কেবল একটি- ভক্তদের ভালোবাসার মানুষটাকে, এ দেশের বড় একটি সম্পদকে আগলে রাখার সৌভাগ্য অর্জন করেছি। ’

স্ট্যাটাসের শুরুতে আরিফা পারভীন জামান মৌসুমীকে বন্ধু, জীবনসঙ্গী, নিজের সন্তানদের মমতাময়ী মা আবার কখনও কখনও তারও অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন ওমর সানি। তিনি লিখেছেন, ‘আজ তোমার জন্মদিন। গত ২৫ বছর ধরে সৃষ্টিকর্তা এই দিনটি নানা রূপে, নানা রঙে, নানা ঢঙে পালন করার সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ সর্বময় ক্ষমতার অধিপতির কাছে। আল্লাহ আমাকে দিয়েছেন দু’হাত ভরে। লাখো কোটি মানুষের প্রিয়দর্শিনীকে আমি পেয়েছি কামনা মতোই। এটা আমার অহংকার নয়, বরং বিনয়। ’

শেষ অংশে মৌসুমীকে উদ্দেশ্য করে ওমর সানি লিখেছেন, ‘আমি ঋণী সৃষ্টিকর্তার কাছে, মৌসুমী তোমার কাছেও ঋনী এমন সুযোগ দেওয়ার জন্য। এই ঋণ শোধ করতেও চাই না! কেননা কিছু কিছু ঋণের বোঝা বইতে পারার মাঝেও তৃপ্তি আছে। ’

১৯৯৬ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন ওমর সানি ও মৌসুমী। তাদের ঘর আলো করেছেন দুই সন্তান। এই দম্পতির পুত্র ফারদিন এহসান স্বাধীন ও কন্যা ফাইজা।

আরও পড়ুন>>>
* ফেসবুক লাইভে মৌসুমীর জন্মদিন উদযাপন (ভিডিও)

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।