ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্রাজিলে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
ব্রাজিলে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি দৃশ্য: ‘টোয়েন্টি কন্টিনিউস শটস্ ফলোড বাই সিদ্ধার্থ’

ব্রাজিলের রিও ডি জানেইরোতে ৩ নভেম্বর শুরু হয়েছে কুর্টা সিনেমা ফেস্টিভ্যালের ২৬তম আসর। বিশ্বের অন্যতম সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটি ‘রিও ডি জানেইরো ইন্টারন্যাশাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল’ নামেও পরিচিত।

এ আয়োজনের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টোয়েন্টি কন্টিনিউস শটস্ ফলোড বাই সিদ্ধার্থ’। আবিদ হোসেন খান পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে খনা টকিজ।

জানা গেছে, জমা পড়া প্রায় তিন হাজার স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য থেকে ২১ দেশের ২৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। আর ব্রাজিলের ২৫টি স্বল্পদৈর্ঘ্য ছবি লড়বে জাতীয় প্রতিযোগিতা বিভাগে।

উৎসবটির পরিচালক এলটন ফ্রাঙ্কো জানান, তাদের মূল লক্ষ্য ব্রাজিলের জনগণের কাছে বিশ্বের বিভিন্ন ধরনের স্বল্পদৈর্ঘ্য ছবির বৈচিত্রতা ও গুরত্ব তুলে ধরা এবং অডিওভিজ্যুয়াল শিল্পকে ত্বরান্বিত করা। উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

‘টোয়েন্টি কন্টিনিউস শটস্ ফলোড বাই সিদ্ধার্থ’ হলো আবিদ হাসানের প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি। এর গল্প আবর্তিত হয়েছে সিদ্ধার্থ নামের এক ব্যক্তিকে ঘিরে। জীবনে অস্তিত্বের মানে বুঝতে একটি বস্তিতে বসবাস শুরু করে সে দেখে নর্দমার মতো নীরস জীবনযাত্রা রাজনৈতিক বক্তৃতা ও ধর্মোপদেশের মাধ্যমে সংবাদের আলোচ্য বিষয় হয়ে ওঠে।

সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করেছেন আবিদ হোসেন খান নিজেই। চিত্রগ্রহণ করেছেন দিব্য সমাদ্দার, সম্পাদনায় মোহাম্মদ রাজু। এদিকে খনা টকিজের প্রযোজনায় আবিদ তার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য ছবির দৃশ্যধারণও সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।