ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেসবুকে তিশার অভিষেক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
ফেসবুকে তিশার অভিষেক নুসরাত ইমরোজ তিশা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন। তবে তার নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট আছে।

এগুলোর কারণে নানান ভুল খবর ছড়ায়।

ভক্তদের জন্য সুখবর হলো, অবশেষে ফেসবুকে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিশা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ফেসবুকে তার অফিসিয়াল পেজটি চালু হয়েছে। এর মাধ্যমে ভক্ত-দর্শকরা তার সম্পর্কে নির্ভুল তথ্য জানতে পারবে বলে আশা করা হচ্ছে।

পেজটি আনুষ্ঠানিকভাবে দেখভাল করছে পপকর্ন ডিজিটাল। এ প্রতিষ্ঠানের পক্ষে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘আমরা এতোদিন বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পেজ রক্ষণাবেক্ষণ করেছি সাফল্যের সঙ্গে। তবে এবারই প্রথম কোনো তারকার পেজ দেখাশোনার দায়িত্ব নিয়েছি। তিশার মতো জনপ্রিয় অভিনেত্রী পেজ দেখভাল করার সুযোগ পেয়ে পপকর্ন ডিজিটাল সম্মানিত। ’

এ প্রসঙ্গে তিশা বললেন, ‘ভক্তদের আমি অনেক ভালোবাসি। ‘নতুন কুঁড়ি’ থেকে শুরু করে আমার এতোদূর আসার পেছনে তাদের অবদানই বেশি। একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে জীবনযাপন করতে চাইনি বলেই ফেসবুকে আসিনি এতোদিন। তবে এখন ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক ভালো মাধ্যম। তাছাড়া ঝামেলাও কম। পপকর্ন ডিজিটাল আমার পেজ দেখভাল করবে। আমাকে শুধু প্রতিদিন একটি করে পোস্ট দিতে হবে। মনে হচ্ছে এতে কোনো ঝক্কি নেই। ’

ফেসবুক পেজে প্রথম ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশে তিশা বলেছেন, ‘আপনাদের ভালোবাসা আমাকে ফেসবুকে টেনে আনলো। এখন থেকে এই পেজে আমার বিভিন্ন কাজের সবশেষ খবর জানাবো। মাঝে মধ্যে আপনাদের সঙ্গে লাইভেও কথা বলতে আসবো। ’

এ ব্যাপারে তিশাকে উদ্বুদ্ধ করেছেন তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ‘তিশার কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য প্রায়ই ফেসবুকে আমার কাছে অজস্র অনুরোধ আসে। এই দায়িত্ব থেকে মুক্ত হতে তাকে ফেসবুকে আসার জন্য সবসময় উৎসাহ দিচ্ছিলাম। ’

আরও পড়ুন>>>
* জাহিদ, মোশাররফ ও তিশাকে জড়ো করলেন তৌকীর
* আমি পরিচালক-নির্ভর অভিনয়শিল্পী : তিশা
* অনলাইন যুদ্ধে জন-তিশা

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।