ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দীপিকার হলিউড ছবির ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
দীপিকার হলিউড ছবির ট্রেলার

হলিউডে দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’কে ঘিরে আলোচনা ক্রমেই বাড়ছে। পশ্চিমে প্রথম কাজেই তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন অ্যাকশন তারকা ভিন ডিজেলকে।

আলোচনার পালে হাওয়া লাগাতে ইউটিউবে উন্মুক্ত হয়েছে ছবিটির ট্রেলার। দুই মিনিটেরও বেশি দীর্ঘ ট্রেলারটিতে দেখা গেছে, মন্দ লোকদের কব্জা থেকে একটি ডিভাইস উদ্ধারের জন্য ট্রিপল এক্সকে (ভিন ডিজেল) দায়িত্ব দেওয়া হয়। এই ডিভাইসের মাধ্যমে বিশ্বের সব সেনা স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করা হয়।

এ মিশনে ট্রিপল এক্সের সঙ্গে যোগ দেন দীপিকা, রুবি রোজ, নিনা ডোবরেভ ও অন্যরা। এতে দীপিকাকে ধুন্ধুমার মারামারি ও গোলাগুলির দৃশ্যে দেখা যাবে। ভক্তদের জন্য ছবিটির একটি পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৩০ বছর বয়সী তারকা। পোস্টারে উল্লেখ করা হয়েছে তার চরিত্রের নাম সেরেনা আঙ্গার।

ডিজে ক্যারাসো পরিচালিত ‘ট্রিপল এক্স’ সিরিজের এই তৃতীয় ছবিতে আরও অভিনয় করেছেন ডনি ইয়েন, টনি কলেট, আরিয়াদনা গুইতেরেজ। ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ মুক্তি পাবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।

* ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।