ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এন্ড্রু কিশোরের জাতীয় পুরস্কার জয়ী ৫ গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
এন্ড্রু কিশোরের জাতীয় পুরস্কার জয়ী ৫ গান এন্ড্রু কিশোর

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্মদিন ৪ নভেম্বর। তাকে বাংলানিউজের পক্ষ থেকে শুভেচ্ছা।

১৯৫৫ সালের ৪ নভেম্বর তার জন্ম। তার জনপ্রিয় গানের তালিকা বেশ দীর্ঘ।

সংগীত জীবনে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এন্ড্রু কিশোর। এই আটটির মধ্যে নির্বাচিত পাঁচটি গান দেওয়া হলো এখানে। চলুন গান শুনে তার জন্মদিন উদযাপন করি।


* হায়রে মানুষ রঙিন ফানুস
১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বড় ভালো লোক ছিলো’ ছবির এ গানটি লিখেছেন সৈয়দ শামসুল হক, সুর করেছেন আলম খান।


* সবাই তো ভালোবাসা চায়
১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সারেন্ডার’ ছবির এ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আলম খান।


* এই দুটি ছোট্ট হাতে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্ষতিপূরণ’ ছবির এ গানটি লিখেছেন খোশনূর আলমগীর, সুর করেছেন আবু তাহের।


* তুমি আছ হৃদয়ের আঙিনায়
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কবুল’ ছবির এ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আলাউদ্দিন আলী।


* চোখ যে মনের কথা বলে
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আজ গায়ে হলুদ’ ছবির এ গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

এ ছাড়া ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মা মেঘনা যমুনা’ ছবিতে নজরুল ইসলাম বাবু ও খন্দকার নুরুল আলমের সুরে ‘দুঃখ বিনা হয় না সাধনা’, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাজঘর’ ছবিতে মুনশী ওয়াদুদের লেখা গান এবং ২০০৮ সালে ‘কি যাদু করিলা’ ছবিতে আলম খানের সুরে গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এন্ড্রু কিশোর।

আরও পড়ুন>>>
* মনে হয় অলরেডি আমি রিটায়ার্ড করেছি : এন্ড্রু কিশোর

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।