ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

র‌্যাম্পে অমিতাভ কন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
র‌্যাম্পে অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন দম্পতির কন্যা শ্বেতা বচ্চন নন্দা ক্যাটওয়াক করলেন। গত ৪ নভেম্বর মুম্বাইয়ে আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক পরে শোস্টপার হিসেবে র‌্যাম্পে হেঁটেছেন তিনি।

৪২ বছর বয়সী শ্বেতা পরেছিলেন শ্বেতশুভ্র পোষাক। মাথায় রেখেছিলেন পালকে সাজানো কোট। পেশাদার র‌্যাম্প মডেলদের মতোই স্বাভাবিক নৈপুণ্য দেখিয়েছেন তিনি।

দর্শক সারিতে বসে মুহূর্তগুলো মোবাইলে ধরে রাখেন অমিতাভ। পাশে ছিলেন শ্বেতার মা জয়া বচ্চন ও ভাই অভিষেক বচ্চন। মেয়ের ক্যাটওয়াকের ছবি ফেসবুকে পোস্ট করে ৭৩ বছর বয়সী বিগ বি লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর কন্যা আমাদের শ্বেতা র‌্যাম্পে হাঁটলো। তাকে নিয়ে গর্ববোধ করছি। ’

এনডিটিভিকে শ্বেতা বলেছেন, ‘আমি বরাবরই পরিবারের লাজুক সদস্য। তবুও আবু ও সন্দীপ চেয়েছিলেন এমন কিছু করি। দিনের শেষে নিজেকে ভীষণভাবে উপভোগ করেছি। ’

একই সংবাদমাধ্যমকে জয়া বললেন, ‘আমি মুম্বাইয়ে ছিলাম না। ফিরে এসে ওর কাছে জানতে চেয়েছি, তুমি কি চাও আমি থাকি? নিজেকে খুব বোকা মনে হচ্ছিলো কারণ মায়ের মেয়েদের সঙ্গে এসব ক্ষেত্রে ছায়ার মতো লেগে থাকে!’ অভিষেক বলেন, ‘ফিল্ম সিটিতে শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু শুক্রবার সকালে ফ্যাশন শো দেখতে যাবো বলায় শ্বেতা নার্ভাস ছিলো। ’

ফ্যাশন শো শেষে তাকে গর্ব নিয়ে জড়িয়ে ধরেন জয়া, অমিতাভ ও জুনিয়র বচ্চন। অনুষ্ঠানে আরও ছিলেন নির্মাতা করণ জোহর, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, চলচ্চিত্র পরিচালক অভিষেক কাপুর ও তার স্ত্রী প্রজ্ঞা যাদব।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।