ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেফারের প্রথম গান ‘জাজ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জেফারের প্রথম গান ‘জাজ’ (ভিডিও) জেফার

ইউটিউব তারকা জেফার এতোদিন অন্যদের গান গেয়েছেন, এবার নিজের প্রথম মৌলিক গান নিয়ে এলেন তিনি। এর শিরোনাম ‘জাজ’।

তার গাওয়া গানটি প্রকাশিত হলো গ্রামীণফোনের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিকে। এ ছাড়া মিউজিক ভিডিও উন্মুক্ত হয়েছে “জেফার’স ইউটিউব” চ্যানেলে।  

উঠতি সংগীতশিল্পী জেফারের প্রথম একক অ্যালবাম ‘আনকেজড’ জাদুঘর প্রকাশনা থেকে শিগগিরই প্রকাশিত হবে বলে জানা গেছে। ‘জাজ’ গানটির সংগীত পরিচালনা করেছেন নাগিব হক। তার সঙ্গে মিলে এটি লিখেছেন আসিফ ও জেফার। এর ভিডিওতে মডেল হয়েছেন ‘সেরা নাচিয়ে’ তারকা হৃদি শেখ, ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ তারকা একে আজাদ, মৌসুমী মৌ ও শাহজাহান।

প্রথম মৌলিক গান প্রসঙ্গে জেফার বলেছেন, ‘সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের অবস্থান বিবেচনা না করেই অন্যের কাজের বিচার করে। এটাই মূল প্রতিপাদ্য। নিজের অবস্থানে থেকে প্রশান্তি অনুভব ও নিজের ইচ্ছায় জীবনকে উপভোগ করা মানুষদের দৃষ্টিকোণ থেকে এটি সাজানো হয়েছে। ’  

চার বছর ধরে বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে সেগুলো নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করে আসছেন জেফার। এর মধ্যে বেশি প্রশংসিত হয়েছে ইমাজিন ড্রাগনস ব্যান্ডের ‘রেডিওঅ্যাকটিভ’, মাইকেল জ্যাকসনের ‘ডার্টি ডায়ানা’ এবং জেমস বন্ডের ‘স্কাইফল’ ছবির সাউন্ডট্র্যাক।

* ‘জাজ’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।