ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জয়া বচ্চনের সুপারিশে ‘পদ্মাবতী’তে অদিতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জয়া বচ্চনের সুপারিশে ‘পদ্মাবতী’তে অদিতি অদিতি রাও হায়দারি

নানান ভাষার চলচ্চিত্রে বিচরণ করছেন অদিতি রাও হায়দারি। মনিরত্নমের তামিল ছবি ‘কাতরু ভেলিয়িদাই’তে কাজের পর হিন্দিতে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’তে অভিনয় করছেন তিনি।

এতে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির (রণবীর সিং) স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে।

মজার ব্যাপার হলো, জয়া বচ্চনের সৌজন্যে ‘পদ্মাবতী’ হাতে পেয়েছেন অদিতি! তিনি নিজের এক বন্ধুকে বলেছেন, ‘অনেকদিন ধরেই তাকে আমার বিপুল সম্ভাবনাময়ী মনে হচ্ছে। ওর চোখজোড়া গম্ভীর আর অভিব্যক্তিপূর্ণ। তার চেহারায় মুখে একধরনের চকচকে ব্যাপার আছে। ’

জানা গেছে, সঞ্জয়লীলা বানসালিকে ‘পদ্মাবতী’র জন্য অদিতির নাম সুপারিশ করেন জয়া। ৬৮ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেত্রীর মতামতকে বরাবরই গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখেন। তাই অমিতাভ-পত্নীর সুপারিশে ৩০ বছর বয়সী অদিতিকেই আলাউদ্দিন খিলজির (রণবীর সিং) স্ত্রীর চরিত্রে নিয়েছেন তিনি।

‘পদ্মাবতী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। তার স্বামী রাজা রতন সিং চরিত্রে আছেন শহিদ কাপুর। এর বাজেট ধরা হয়েছে ১৭০ কোটি রুপি। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ডিসেম্বরে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।