ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতা উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপেট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
কলকাতা উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপেট’ দৃশ্য: ‘পাপেট’

২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পাপেট’। সেখানেই এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাজীব আহসান। এর ব্যাপ্তি ১৫ মিনিট। আগামী ১১ নভেম্বর শুরু হয়ে উৎসবটি শেষ হবে ১৮ নভেম্বর।    

নোবেল পুরস্কার জয়ী প্রখ্যাত ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের ‘ডাম্ব ওয়েটার’-এ অনুপ্রাণিত ছবিটি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রতন দেব ও দুখু সুমন। চিত্রগ্রহণে নিয়াজ মাহবুব ও রিপন চৌধুরী, শব্দ পরিকল্পনায় সুজন মাহমুদ এবং সম্পাদনা করেছেন সামীর আহম্মেদ।

উৎসবে যোগ দিতে যাচ্ছেন ‘পাপেট’ নির্মাতা রাজীব আহসান। উৎসব পরিচালক যাদব মন্ডল তাকে আমন্ত্রণ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী রাজীব আহসান ছবিটিতে ক্ষমতার দাসত্বে শৃংখলিত মানুষের জীবন তুলে ধরেছেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।