ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিসেম্বরে ‘আমি তোমার হতে চাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ডিসেম্বরে ‘আমি তোমার হতে চাই’ ‘আমি তোমার হতে চাই’ ছবির ফটোশুটে বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা সাহা মিম

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম জুটির নতুন ছবি ‘আমি তোমার হতে চাই’ বিনা কর্তনে ছাড়পত্র পেলো। রোববার (৬ নভেম্বর) সেন্সর বোর্ডের কাছ থেকে সনদপত্র পায় প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস।

জানা গেছে, ছবিটি এ বছরেই মুক্তি দেওয়া হবে। এর পরিচালক অনন্য মামুন জানান, একজন গ্যাংস্টারের জীবন বদলে যাওয়ার গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। এতে আরও অভিনয় করেছেন জন, দীপালি, মিশা সওদাগর প্রমুখ। এ ছাড়া একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

ছবিটির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহম্মেদ হুমায়ূন, নাভেদ পারভেজ ও অধ্যয়ন-রূপক। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, মমতাজ, আহম্মেদ হুমায়ূন, তাসিন, শত্রুজিৎ, রশ্মি দে ও এসকিন। নৃত্য পরিচালনা করেছেন তানজিল ও আরিফ-রোহান।

* ‘আমি তোমার হতে চাই’ ছবির গান:

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।