ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে দীপিকার দ্যুতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে দীপিকার দ্যুতি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন

বলিউডের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীপিকা পাড়ুকোনের আধিপত্য অব্যাহত রয়েছে। রোববার (৬ নভেম্বর) রাতে নেদারল্যান্ডসের রটারডামে জমকালো এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।

হলিউডে ‘ট্রিপল এক্স থ্রি: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে অভিনয়ের সৌজন্যে এ সুযোগ পেলেন দীপিকা। ৩০ বছর বয়সী এই তারকা লালগালিচায় হাজির হন মনীষা জয়সিংয়ের নকশা করা পোশাক পরে। কালো ও সবুজের সম্মিলনে এতে সামরিক আবহ পাওয়া গেছে।

পোশাকটি জানান দেয় ছবিটিতে দীপিকা অভিনীত দুর্ধর্ষ চরিত্র সেরেনা আঙ্গারের কথা। স্টাইলিস্ট শালীনা নাথানিকে সঙ্গে নিয়ে এটি সাজিয়েছেন মনীষা। ডান পা খোলা লম্বা স্কার্টটিতে রয়েছে চওড়া বেল্ট। এর সঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ তারকা পরেন চিকচিক করা কানের দুল।

অনুষ্ঠানে বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড জয়ী কানাডিয়ান সংগীতশিল্পী দ্য উইকেন্ডের হাতে পুরস্কার তুলে দিয়েছেন দীপিকা। এ সময় তার সঙ্গে ছিলেন ‘ট্রিপল এক্স থ্রি: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর আরেক অভিনেত্রী নিনা ডোবরেভ।

সম্প্রতি ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স থ্রি: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির প্রচারণামূলক ভিডিও বার্তায় অংশ নেন দীপিকা। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৯ জানুয়ারি। পরিচালনায় ডিজে ক্যারাসো।

এদিকে বলিউডে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। এতে তার সহশিল্পী শহিদ কাপুর ও রণবীর সিং। এ ছাড়াও আছেন অদিতি রাও হায়দারি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।