ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিলনের সঙ্গে কলকাতার দেবদ্যুতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
মিলনের সঙ্গে কলকাতার দেবদ্যুতি

কলকাতার ‘ওগো বধূ সুন্দরী’, ‘বউ কথা কও’, ‘সতী’ সিরিয়ালগুলোতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দেবদ্যুতি দেবনাথ। কোয়েল মল্লিকের সঙ্গে ‘অরুন্ধতী’ ছবিতেও দেখা গেছে তাকে।

তিনি এখন বাংলাদেশে।

‘এক টুকরো জীবন’ নামের একটি নাটকে অভিনয় করছেন দেবদ্যুতি। এতে তার সহশিল্পী অভিনেতা আনিসুর রহমান মিলন। রোববার (৬ নভেম্বর) থেকে তারা কাজ করেছেন কক্সবাজারের ইনানি সমুদ্রসৈকতে।

এ নাটকে রুদ্র চরিত্রে মিলন ও সূচনার ভূমিকায় দেখা যাবে দেবদ্যুতিকে। এটি লিখেছেন ও পরিচালনা করছেন আশিক মাহমুদ রনি। প্রযোজনায় ড্রিম মাল্টিমিডিয়া। শিগগিরই একটি টিভি চ্যানেলে ‘এক টুকরো জীবন’ প্রচার হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।