ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার মা হচ্ছেন ‘ওয়ান্ডার ওম্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
আবার মা হচ্ছেন ‘ওয়ান্ডার ওম্যান’ গল গ্যাডট

অভিনেত্রী গল গ্যাডট আগামী বছর ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিতে নাম ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন। তার আগেই দ্বিতীয় সন্তানের মা হবেন তিনি।

রোববার (৬ নভেম্বর) ইনস্টাগ্রামে সুখবরটি দিয়েছেন ৩১ বছর বয়সী এই ইসরায়েলি তারকা।

এর আগে ২০১১ সালে কন্যাসন্তান আলমার মা হন গল। তার স্বামী ইয়ারন ভারসানোকেও ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আবার মা হতে যাচ্ছি। এই চমৎকার বিষয়টি ভাগাভাগি করতে পেরে আমি উচ্ছ্বসিত। ’

চলতি বছর ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবিতে প্রথমবার ওয়ান্ডার ওম্যানের ভূমিকায় দেখা যায় গলকে। এবার চরিত্রটি নিয়ে তৈরি হয়েছে পূর্ণাঙ্গ ছবি।

প্যাটি জেনকিনস পরিচালিত ‘ওয়ান্ডার ওম্যান’-এ আরও অভিনয় করেছেন ক্রিস পাইন, কনি নিয়েলসেন, রবিন রাইট, লুসি ডেভিস প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ২ জুন।

* ‘ওয়ান্ডার ওম্যান’ ছবির ট্রেলার:


বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।