ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা টম হ্যাঙ্কস ও নাটালি পোর্টম্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা টম হ্যাঙ্কস ও নাটালি পোর্টম্যান টম হ্যাঙ্কস ও নাটালি পোর্টম্যান

হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডস জিতে নিলেন টম হ্যাঙ্কস ও নাটালি পোর্টম্যান। রোববার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে পশ্চিমা চলচ্চিত্র শিল্পের পুরস্কার প্রদান মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।


 
দু’বার অস্কারজয়ী টম হ্যাঙ্কস সেরা অভিনেতা হয়েছেন ‘সালি’র নাম ভূমিকায় অভিনয়ের জন্য। ২০০৯ সালে হাডসন নদীতে জরুরি অবতরণ করে উড়োজাহাজের যাত্রীদের প্রাণ রক্ষা করা সত্যিকারের নায়ক চেলসি সালেনবার্গারকে ঘিরে ছবিটি পরিচালনা করেছেন ক্লিন্ট ইস্টউড।
 
এদিকে নাটালির হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে ‘জ্যাকি’তে নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে। মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পরের দিনগুলোতে ফার্স্ট লেডি জ্যাকলিন বুভিয়ার কেনেডি কেমন ছিলেন তা-ই তুলে ধরা হয়েছে এতে।
 
সেরা পার্শ্ব-অভিনেতা হিউ গ্র্যান্ট (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স) ও সেরা পার্শ্ব-অভিনেত্রী হয়েছেন নিকোল কিডম্যান (লায়ন)। সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন মেল গিবসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তিনি বানিয়েছেন শান্তিবাদী বার্তার ছবি ‘হ্যাকসো রিজ’।
 
দু’বার অস্কারজয়ী রবার্ট ডি নিরো ‘দ্য কমেডিয়ান’-এর জন্য পেয়েছেন সেরা কমেডির পুরস্কার। সম্মিলিত অভিনয়ের পুরস্কার গেছে ‘জুরাসিক পার্ক’ তারকা ব্রাইস ডালাস হাওয়ার্ড অভিনীত ক্রাইম থ্রিলার ‘গোল্ড’ ছবির ঘরে। হলিউড ব্লকবাস্টার অ্যাওয়ার্ড পেয়েছে ডিজনির ‘দ্য জঙ্গল বুক’।
 
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।