ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ত্রীর জন্মদিনে মেঘালয়ে আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
স্ত্রীর জন্মদিনে মেঘালয়ে আমির খান কিরণ রাও ও আজাদ রাও খানের মাঝে আমির খান

সুপারস্টার আমির খান এখন ভারতের মেঘালয়ে। স্ত্রী কিরণ রাওয়ের জন্মদিন উদযাপন করতে সেখানে গেছেন তিনি। সঙ্গে আছে তাদের পুত্রসন্তান আজাদ রাও খান।

সুপারস্টার আমির খান এখন ভারতের মেঘালয়ে। স্ত্রী কিরণ রাওয়ের জন্মদিন উদযাপন করতে সেখানে গেছেন তিনি।

সঙ্গে আছে তাদের পুত্রসন্তান আজাদ রাও খান।

মঙ্গলবার (৮ নভেম্বর) ৪৩ বছরে পা রেখেছেন কিরণ। এ উপলক্ষে পরিবার নিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বেড়াচ্ছেন আমির। সোমবার সকালে ৫১ বছর বয়সী এই অভিনেতা টুইটারে ছুটি কাটানোর খবর ভাগাভাগি করে লিখেছেন, ‘কিরণের জন্মদিন নিয়ে এলো সুন্দরী মেঘালয়ের কাছে!’

স্ত্রী ও পুত্রর সঙ্গে রোদ্রজ্জ্বল মুহূর্তে তোলা একটি ছবিও পোস্ট করেন আমির। তাদের সামনে ছিলো কেক। গত ৩ নভেম্বর অরুণাচল প্রদেশে সহধর্মিণীকে নিয়ে তোলা একটি সেলফি পোস্ট করেন আমির।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে আমির খানের বহুল প্রতীক্ষিত ‘দঙ্গল’। এর গল্প কুস্তিগীর মহাবীর সিং ও তার দুই কন্যা গীতা ও ববিতা ফোগাটের জীবন নিয়ে। নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।