ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন বছরের প্রথম দিন ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
নতুন বছরের প্রথম দিন ন্যানসি ন্যানসি-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইংরেজি নতুন বছরের প্রথম দিন প্রকাশ হবে ন্যানসির নতুন গানের ভিডিও। এর শিরোনাম ‘জানে মন’। এটি লিখেছেন ও সুর করেছেন এ প্রজন্মের গায়ক শাহরিয়ার বাঁধন। তিনিও কণ্ঠ দিয়েছেন এতে। এটাই তাদের প্রথম দ্বৈত গান। 

ইংরেজি নতুন বছরের প্রথম দিন প্রকাশ হবে ন্যানসির নতুন গানের ভিডিও। এর শিরোনাম ‘জানে মন’।

এটি লিখেছেন ও সুর করেছেন এ প্রজন্মের গায়ক শাহরিয়ার বাঁধন। তিনিও কণ্ঠ দিয়েছেন এতে। এটাই তাদের প্রথম দ্বৈত গান।  

শিগগিরই ভিডিওটির চিত্রায়ন শুরু হবে। ২০১৭ সালের ১ জানুয়ারি ইউটিউবে আসবে এটি। তার আগেই জিসান মাল্টিমিডিয়া থেকে এই গান প্রকাশ হবে জিপি মিউজিক ও রবি ইওন্ডার মিউজিকে। এর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।  

এদিকে অনেকদিন পর টিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে গাইবেন ন্যানসি। বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’-এর ২৫০তম পর্বের অতিথি তিনিই। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বুধবার (৯ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে। প্রযোজনায় নাহিদ আহমেদ বিপ্লব।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।