ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমেরিকা সফর বাতিল করলেন শাকিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
আমেরিকা সফর বাতিল করলেন শাকিরা শাকিরা

যুক্তরাষ্ট্রে দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিলো গায়িকা শাকিরার। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারছেন না। অনুষ্ঠানগুলো থেকে নিজের নাম প্রত্যাহারের খবর মঙ্গলবার (৮ নভেম্বর) টুইটার অ্যাকাউন্টে জানান কলাম্বিয়ান এই তারকা।

যুক্তরাষ্ট্রে দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিলো গায়িকা শাকিরার। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারছেন না।

অনুষ্ঠানগুলো থেকে নিজের নাম প্রত্যাহারের খবর মঙ্গলবার (৮ নভেম্বর) টুইটার অ্যাকাউন্টে জানান কলাম্বিয়ান এই তারকা।

শাকিরা লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে লাস ভেগাস ও লস অ্যাঞ্জেলেসে গিয়ে চলতি বছরের ল্যাটিন গ্র্যামিস ও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে পারছি না। ’ এর আগের দিন তিনি লিখেছেন, “ল্যাটিন গ্র্যামিসে মনেপ্রাণে কার্লোস ভাইভসের সঙ্গেই থাকবো। ‘লা বিসিক্লেতা’ (দ্য বাইসাইকেল) গানে তার সঙ্গে কাজ করাটা ছিলো বেশ উপভোগ্য। ”

তবে আমেরিকা সফর বাতিলের কারণটা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি শাকিরা। সম্প্রতি ৩৯ বছর বয়সী এই তারকা জানান, তার স্বামী জেরার্ড পিকে ফুটবল নিয়ে ভীষণ ব্যস্ত। ফলে তার অর্ধাঙ্গিনীকে নিয়মিত বার্সেলোনায় থাকতে হচ্ছে।

শাকিরা একবার রসিকতার সুরে বলেছিলেন, ‘যুদ্ধে নিহত হওয়ার ব্যাপার বাদে মনে হচ্ছে কোনো এক সৈন্যর সঙ্গেই বিয়ে হয়েছে! জেরার্ডকে প্রতিদিনই অনুশীলন কিংবা মাঠে খেলতে হয়। সেজন্য বার্সেলোনার বাইরে যাওয়ার সুযোগ পায়ই না সে। কিন্তু আমি ভ্রমণপ্রিয় মানুষ। তাই প্রায়ই বলে ফেলি, যাবে না? চলো না ঘুরে আসি। কিন্তু বাস্তবতাকে মেনে না নিয়ে উপায় কি!’

* শাকিরা ও কার্লোস ভাইভসের ‘লা বিসিক্লেতা’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।