ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার একসঙ্গে সাইমন ও মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
আবার একসঙ্গে সাইমন ও মাহি

তিন বছর পর আবার জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার তারা অভিনয় করবেন ‘ইফতেখার’ নামের একটি ছবিতে। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক।

তিন বছর পর আবার জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার তারা অভিনয় করবেন ‘ইফতেখার’ নামের একটি ছবিতে।

পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক।

তবে কয়েকদিন আগে শোনা গেছে, ছবিটিতে সাইমনের বিপরীতে দেখা যাবে পিয়া বিপাশাকে। কারণ একই পরিচালকের ‘এতো প্রেম এতো মায়া’য় তারা জুটি বেঁধেছেন।

কিন্তু বুধবার (৯ নভেম্বর) ‘ইফতেখার’ ছবির চিত্রনাট্যকার সুদীপ্ত সাঈদ বাংলানিউজকে জানান, সাইমনের সঙ্গে মাহির অভিনয়ের বিষয়টি চূড়ান্ত। এ ছাড়াও থাকছেন আলীরাজ। শিগগিরই এর চিত্রায়ন শুরু হবে।

২০১৩ সালের ১৪ জুন মুক্তি পায় সাইমন ও মাহি জুটির ‘পোড়ামন’। এটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি ভালো ব্যবসা করে। এর গানগুলোও জনপ্রিয় হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।