ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাওসার চৌধুরীর ‘গণআদালত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
কাওসার চৌধুরীর ‘গণআদালত’ কাওসার চৌধুরী

১৯৯২ সালের ২৬ মার্চ একাত্তরের নরঘাতক গোলাম আজমের প্রতীকী বিচার হিসেবে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে গণআদালত অনুষ্ঠিত হয়েছিলো, তার ধারণকৃত ফুটেজ নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ শুরু করেন কাওসার চৌধুরী।

১৯৯২ সালের ২৬ মার্চ একাত্তরের নরঘাতক গোলাম আজমের প্রতীকী বিচার হিসেবে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে গণআদালত অনুষ্ঠিত হয়েছিলো, তার ধারণকৃত ফুটেজ নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ শুরু করেন কাওসার চৌধুরী।

নির্মাতা এক বক্তব্যে বলেছেন, ‘১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের যে বিচারকাজ শুরু করেছিলেন, সেটা ২০১৬ সালে এসে পূর্ণতা লাভ করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

১৯৯২ সালের গণআদালত ছিলো মূলত ১৯৭২ সালে যুদ্ধাপরাধীদের বিচারকার্যের সময়োপযোগী সাহসী প্রতিবাদ। তাই বাহাত্তর থেকে বিরানব্বই পর্যন্ত বিস্তৃত পটভূমিতে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্রটি। ’

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল চারটায় প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দীন ইউসুফ, চলচ্চিত্র ব্যক্তিত্ব মানজারে হাসিন মুরাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

কাওসার চৌধুরী এর আগে ‘সেই রাতের কথা বলতে এসেছি’ প্রামাণ্যচিত্র নির্মাণ করে প্রশংসিত হন। এটি তৈরি হয়েছে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির ঘটনার পটভূমিতে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।