ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যেখানে ব্রিটিশ তারকাদের মধ্যে সবচেয়ে ধনী অ্যাডেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
যেখানে ব্রিটিশ তারকাদের মধ্যে সবচেয়ে ধনী অ্যাডেল অ্যাডেল

বয়সে ৩০ বছরের নিচে ৩০ জন ব্রিটিশ তারকার মধ্যে সবচেয়ে ধনী এখন অ্যাডেল। ব্যাংকে ২৮ বছর বয়সী এই গায়িকার সম্পত্তির পরিমাণ ৯ কোটি ২০ লাখ পাউন্ড। গত বছর হিট ম্যাগাজিনের এ তালিকায় চার নম্বরে ছিলেন তিনি।

বয়সে ৩০ বছরের নিচে ৩০ জন ব্রিটিশ তারকার মধ্যে সবচেয়ে ধনী এখন অ্যাডেল। ব্যাংকে ২৮ বছর বয়সী এই গায়িকার সম্পত্তির পরিমাণ ৯ কোটি ২০ লাখ পাউন্ড।

গত বছর হিট ম্যাগাজিনের এ তালিকায় চার নম্বরে ছিলেন তিনি।

হিট সম্পাদক সুজি কক্স বলেন, ‘নতুন অ্যালবাম ও ধারাবাহিক কনসার্টের সুবাদে এ বছর প্রচুর উপার্জন করেছেন অ্যাডেল। তাই এক নম্বর স্থানটি চলো এলো তার দখলে। ’

অ্যাডেলের পরেই আছেন ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ্ ২৭ বছর বয়সী এই অভিনেতার সঞ্চয়ের পরিমাণ ৭ কোটি ৪০ লাখ পাউন্ড। সাড়ে চার লাখ পাউন্ড নিয়ে তিনে আছেন ২৫ বছর বয়সী গায়ক এড শিরান।

গত তিন বছর শীর্ষে ছিলো ওয়ান ডিরেকশন ব্যান্ডের তরুণরা। এবার এই ব্যান্ডের প্রাক্তন সদস্য ২৩ বছর বয়সী জাইন ম্যালিক আছেন চার নম্বরে। তার ব্যাংকে আছে ৩ কোটি ৮০ লাখ পাউন্ড। তার চেয়ে ১০ লাখ পাউন্ড কম নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন ব্যান্ডটির আরেক সদস্য ২২ বছর বয়সী হ্যারি স্টাইলস। ওয়ান ডিরেকশনের ২৩ বছর বয়সী লিয়াম পাইন ৩ কোটি ৪০ লাখ পাউন্ড নিয়ে সাত নম্বর ও লুইস টমলিনসন ৩ কোটি ৩০ লাখ পাউন্ড নিয়ে পেয়েছেন নয় নম্বর স্থান।  

আরেক ‘হ্যারি পটার’ তারকা ২৬ বছর বয়সী এমা ওয়াটসনের ব্যাংকে সাড়ে ৩ কোটি পাউন্ড থাকায় আছেন ছয় নম্বরে। ২৮ বছর বয়সী রুপার্ট গ্রিন্ট ২ কোটি ৯০ লাখ ডলারসহ স্থান করে নিয়ে ১০ নম্বরে।

এ নিয়ে ষষ্ঠবারের মতো তালিকাটি প্রকাশ করলো তারকানির্ভর ম্যাগাজিন হিট। বিজ্ঞাপনী চুক্তি, টেলিভিশনের কাজ, চলচ্চিত্রের লভ্যাংশ ও গান কিংবা অ্যালবাম বিক্রির নিরিখে তারকাদের স্থান নির্ধারণ করা হয় এতে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।