ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাকিব কন্যার জন্মদিনে তারকামেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
সাকিব কন্যার জন্মদিনে তারকামেলা (বাঁ থেকে) শাকিব খান, সুবর্ণা মুস্তাফা, শিশির আল হাসান, সাকিব আল হাসান ও আলিয়ানা

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র কন্যা আলিয়ানার প্রথম জন্মদিন ছিলো ৯ নভেম্বর। এ উপলক্ষে সাকিব ও শিশির দম্পতি আয়োজন করেন জমকালো অনুষ্ঠান।

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র কন্যা আলিয়ানার প্রথম জন্মদিন ছিলো ৯ নভেম্বর। এ উপলক্ষে সাকিব ও শিশির দম্পতি আয়োজন করেন জমকালো অনুষ্ঠান।

বুধবার সন্ধ্যায় ঢাকার র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে আলিয়ানার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন অঙ্গনের তারকারাও।

অভিনেতা জাহিদ হাসান গিয়েছিলেন পুত্রসন্তান পূর্ণকে নিয়ে। তিনি ফেসবুকে লিখেছেন, ‘সুন্দর একটা সন্ধ্যা কাটলো। বাবার মতো আলিয়ানাও আমাদের দেশকে গর্বিত করবে এই শুভকামনা রইলো। ’

তারকাদের মধ্যে এসেছিলেন চিত্রনায়ক শাকিব খান, মডেল নোবেল, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন, রুনা খান, তমালিকা কর্মকার, বিজরী বরকতউল্লাহ, দীপা খন্দকার, মুনিরা ইউসুফ মেমী, মডেল সুজানা জাফর, চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, গায়িকা এলিটা করিম, কনা, উপস্থাপিকা সামিয়া রহমান, ফারহানা নিশো, সামিয়া আফরিন, শ্রাবণ্য তৌহিদা, নির্মাতা বদরুল আনাম সৌদ, অভিনেতা শাহেদ আলী।

ক্রিকেটারদের মধ্যে বিপিএলে সাকিবের দল ঢাকা ডায়নামাইটসের সদস্যদের দেখা গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, বাংলাদেশের নাসির হোসেন। সাবেক ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদও আলিয়ানাকে শুভেচ্ছা জানাতে আসেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।