ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পালিয়ে বিয়ে করতে বাসস্ট্যান্ডে মেহজাবিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পালিয়ে বিয়ে করতে বাসস্ট্যান্ডে মেহজাবিন! ‘এ জার্নি টু বাস’ নাটকে মেহজাবিন চৌধুরী

বাসস্ট্যান্ডে বসে আছে অধরা। তার চোখমুখ অস্থির। প্রেমিক হাসানের জন্য অপেক্ষায় আছে মেয়েটি। পালিয়ে বিয়ে করার জন্য ঘর থেকে বেরিয়েছে সে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও হাসান আসে না। শেষমেষ বেদনাহত মন নিয়ে ফিরে যেতে বাসে চড়ে অধরা।

বাসস্ট্যান্ডে বসে আছে অধরা। তার চোখমুখ অস্থির।

প্রেমিক হাসানের জন্য অপেক্ষায় আছে মেয়েটি। পালিয়ে বিয়ে করার জন্য ঘর থেকে বেরিয়েছে সে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও হাসান আসে না। শেষমেষ বেদনাহত মন নিয়ে ফিরে যেতে বাসে চড়ে অধরা।

গল্পটি ‘এ জার্নি টু বাস’ নাটকের। এতে অধরার ভূমিকায় মেহজাবিন চৌধুরী ও হাসান চরিত্রে অভিনয় করেছেন ‘হ্যান্ডসাম দি আলটিমেট’ তারকা একে আজাদ।

নাটকটি পরিচালনা করেছেন রাগিব শাহরিয়ার। তার সঙ্গে মিলে এটি লিখেছেন নাসের শায়েম। তারা জানান, গল্পে হাসান ও অধরা দু’জনই সদ্য এমবিবিএস পাশ করেছে। একসঙ্গে পড়া ও ইন্টার্নি করতে গিয়ে সখ্য গড়ে ওঠে তাদের মধ্যে।

অধরাকে পালিয়ে বিয়ে করার দিন হাসানের জীবনে নেমে আসে এক বড় অনিশ্চয়তা। সে মায়ের একটি চিঠি পায়। হাসান সিদ্ধান্তহীনতায় ভোগে। চ্যানেল আইতে শুক্রবার (১১ নভেম্বর) বিকেল তিনটায় প্রচার হবে ‘এ জার্নি টু বাস’।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।