ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘প্রেমী ও প্রেমী’র প্রথম গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
‘প্রেমী ও প্রেমী’র প্রথম গান (ভিডিও) ‘প্রেমী ও প্রেমী’র দৃশ্যে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া

চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনীত ‘প্রেমী ও প্রেমী’র প্রথম গান প্রকাশিত হলো। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় এটি।

চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনীত ‘প্রেমী ও প্রেমী’র প্রথম গান প্রকাশিত হলো। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় এটি।

এর কথা এমন- ‘চোখের পলকে, আছে বল কে/আমার পৃথিবীটাই তুমি/প্রেমী ও প্রেমী, প্রেমী ও প্রেমী। ’ প্রেমের গানটি লিখেছেন কবির বকুল, এটি গেয়েছেন এবং সুর ও সংগীত পরিচালনায় কলকাতার আকাশ সেন।

গানটির ভিডিওতে লাল-নীলসহ তিনটি পৃথক রঙের শাড়িতে হাজির হয়েছেন নুসরাত ফারিয়া। গত ৮ নভেম্বর তিনি ফেসবুকে জানান, তার ক্যারিয়ারের স্পেশাল গান হতে যাচ্ছে ‘প্রেমী ও প্রেমী’।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ই শুভ ও নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।

এ দুটি প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘আশিকী’, ‘হিরো ৪২০’ ও ‘বাদশা-দ্য ডন’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। অন্যদিকে শুভর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নিয়তি’ও ছিলো তাদের যৌথ প্রযোজনা।

* ‘প্রেমী ও প্রেমী’ গানের ভিডিও:


বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।