ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের বাংলা বক্তৃতায় মুগ্ধ কলকাতা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
শাহরুখের বাংলা বক্তৃতায় মুগ্ধ কলকাতা (ভিডিও)

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলায় বক্তৃতা দিয়ে ওপার বাংলার হৃদয় জিতলেন বলিউড বাদশা শাহরুখ খান। ভক্ত ও আমন্ত্রিত অতিথিরা তার বাংলা প্রীতিতে মুগ্ধ।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলায় বক্তৃতা দিয়ে ওপার বাংলার হৃদয় জিতলেন বলিউড বাদশা শাহরুখ খান। ভক্ত ও আমন্ত্রিত অতিথিরা তার বাংলা প্রীতিতে মুগ্ধ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে গত ১১ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, সঞ্জয় দত্ত, কাজল ও পরিণীতি চোপড়া। তাদের মধ্যে জয়াকে আন্টি বলে সম্বোধন করেন শাহরুখ। তার পরামর্শেই বাংলা বলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ৫১ বছর বয়সী এই অভিনেতা।

মঞ্চে কিছু কথা ভাগাভাগির করার জন্য পোডিয়ামের সামনে আসতে বলা হলে শাহরুখ বাংলায় বক্তব্য রাখেন। তার মুখে বাংলা শুনে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে হর্ষধ্বনি ওঠে। যদিও উচ্চারণ ঠিকঠাক হবে কি-না তা নিয়ে সংশয় ছিলো তার মনে।

বক্তব্যের শুরুতে শাহরুখ বলেন, ‘অনুষ্ঠানটা শেষ হওয়ার পর জয়া আন্টি আমাকে ছাড়বেন না, এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত! তবুও তাকে কথা দিয়েছি আজ বাংলায় বলবো। তাই মার খাওয়ার আশঙ্কা থাকলেও বাংলায় কথা বলতে যাচ্ছি। ’

শাহরুখের উচ্চারণ ও রসিক আচরণ দেখে দর্শক-শ্রোতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তারা করতালিতে তাকে বাংলায় কথা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে। বক্তৃতা শেষে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, কলকাতা আমার প্রাণের শহর। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমার প্রাণের উৎসব। ’

পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে থাকেন শাহরুখ। ফলে এমনিতেই কলকাতায় প্রায়ই আসা হয় তার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিকও তিনি।

* কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ খানের বক্তৃতা:

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।