ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে মিথিলা ও সিয়াম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
একসঙ্গে মিথিলা ও সিয়াম ‘চিরকুটের শব্দ’র দৃশ্যে মিথিলা ও সিয়াম

অসম প্রেমের অভিনয় করলেন অভিনেত্রী মিথিলা ও এ প্রজন্মের অভিনেতা সিয়াম। তাদেরকে দেখা যাবে ‘চিরকুটের শব্দ’ নামের একটি টেলিছবিতে। এবারই প্রথম একসঙ্গে কাজ করেছেন দুই প্রজন্মের এ দুই অভিনয়শিল্পী।

প্রথম একসঙ্গে অভিনয় করলেন অভিনেত্রী মিথিলা ও এ প্রজন্মের অভিনেতা সিয়াম। তাদেরকে দেখা যাবে ‘চিরকুটের শব্দ’ নামের একটি টেলিছবিতে।

এবারই প্রথম দুই প্রজন্মের এ দুই অভিনয়শিল্পী একফ্রেমে এলেন।

এখানে মিথিলার চরিত্রের নাম জারা। আর সিয়াম আছেন আদি চরিত্রে। তারা দু’জন সহপাঠী। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন যাওয়ার পথে বাসস্ট্যান্ডে সাক্ষাৎ হয় তাদের। জারা ও আদি একই বাসে চড়ে যায়। সেই থেকে জারার প্রতি অদ্ভুত ভালোলাগা তৈরি হয় আদির মধ্যে। কিন্তু মেয়েটার কাছ থেকে সাড়া পায় না।

একদিন আদি জানতে পারে জারা কথা বলতে পারে না, কানেও শোনে কম। এ কারণে ইয়ার এইড ব্যবহার করে। এরপর থেকে তারা কাগজে লিখে মনের কথা আদান-প্রদান করে। তবুও মেয়েটাকে মনের কথা জানায় সে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে।

আসাদুজ্জামান সোহাগের রচনা ও মো. মেহেদী হাসান জনির পরিচালনায় এ টেলিছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম নাছির, তালহা, বিরহী মোক্তার, নূর হাসান প্রমুখ। শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে ‘চিরকুটের শব্দ’।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।