ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়লা নাঈমের নাচে বেড়ে গেলো তাপমাত্রা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
নায়লা নাঈমের নাচে বেড়ে গেলো তাপমাত্রা! নায়লা নাঈম, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লাল, নীল, হলুদ, সাদা- রঙের অভাব নেই। বর্ণিল আলোর ঝলকানিতে নেচে অতিথিদের মাতালেন মডেল নায়লা নাঈম। শীতের সন্ধ্যায় দ্রুতলয়ের গান ও সংগীতের তালে তার নাচ ছড়িয়েছে উষ্ণতা।

লাল, নীল, হলুদ, সাদা- রঙের অভাব নেই। বর্ণিল আলোর ঝলকানিতে নেচে অতিথিদের মাতালেন মডেল নায়লা নাঈম।

শীতের সন্ধ্যায় দ্রুতলয়ের গান ও সংগীতের তালে তার নাচ ছড়িয়েছে উষ্ণতা।

শনিবার (১২ নভেম্বর) রাতে হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে এসিআই মোটরস আয়োজিত ‘বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল’ শীর্ষক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নায়লা। এ আয়োজনে সবশেষ আকর্ষণ ছিলেন তিনি।

শেষদিকে মঞ্চ যিনি আসবেন তার প্রসঙ্গে উপস্থাপিকা বেনজির আঁখি অতিথিদের বলেন, ‘ফেসবুকে তার প্রোফাইলে ছেলেরা প্রায়ই ঢুঁ মারে!’ অতিথিদের তখন আর বুঝতে বাকি নেই এবার নায়লাই আসছেন মঞ্চ মাতাতে।

ছোটপর্দা ও বড়পর্দায় অভিনয় তেমন করেন না বলা চলে। শুধু আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম। এরই সুবাদে তিনি হয়ে গেছেন আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ছবি পোস্ট করে নজর কাড়েন তিনি।

শনিবারের অনুষ্ঠানে ইংরেজি ও ‘কালা চশমা’, ‘পানিওয়ালা ড্যান্স’সহ জনপ্রিয় হিন্দি গানের তালে তালে নায়লা নাঈমের কোমর দোলানো মিলনায়তনের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে বলা যায়! এ সময় অতিথিদের হর্ষধ্বনি ছিলো লক্ষণীয়। জনপ্রিয় এই মডেল নানান রঙের পোশাকে সেজে নেচেছেন।

নায়লা নাঈমের আগে কলকাতার সৌমি ঘোষ পরিবেশন করেন বেলি ড্যান্স। তার পরিবেশনা দেখেও নড়েচড়ে বসেন অতিথিরা।

এসিআই লিমিটেডের নতুন সংস্করণ এসিআই মোটরস বাংলাদেশে নিয়ে এসেছে সাতটি দারুণ মডেলের ইয়ামাহা মটরসাইকেল। জমকালো অনুষ্ঠানটি তারই অংশ।

সাংস্কৃতিক অায়োজনের শুরুতে সংগীত পরিবেশন করেন ভারতীয় গায়িকা অন্বেষা দত্ত গুপ্ত। এ ছাড়াও গেয়েছেন কলকাতার গায়ক সুজয় ভৌমিক। তাদের পরিবেশনাও আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে।

শুরুতে অনুষ্ঠান উপস্থাপনা করেন সামিয়া আফরিন। এ সময় এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ-দৌলার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জাপান ইয়ামাহা কোম্পানির গ্রুপ লিডার দাইজি মাতসোকা এবং ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের হেড অব ওভারসিজ সেলস হিদেতো কাওয়ামুরা।

বাংলাদেশ সময় : ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।