ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে সেলিম চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে সেলিম চৌধুরী সেলিম চৌধুরী

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে গান গেয়ে জনপ্রিয় হন সেলিম চৌধুরী। তার কণ্ঠে ‘আজ পাশা খেলবো’ আজও শ্রোতার মুখে মুখে ফেরে।

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে গান গেয়ে জনপ্রিয় হন সেলিম চৌধুরী। তার কণ্ঠে ‘আজ পাশা খেলবো’ আজও শ্রোতার মুখে মুখে ফেরে।

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গাইবেন সেলিম চৌধুরী। সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে থাকবে তার পরিবেশনা। উপস্থাপনায় মুনিয়া ইসলাম।

এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিনকে সামনে রেখে গত ১১ নভেম্বর রাত ১১টায় বৈশাখী টেলিভিশনের ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে গেয়েছেন সেলিম চৌধুরী। এটি উপস্থাপনা করেন এ প্রজন্মের মডেল-অভিনেত্রী নাবিলা ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।