ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘গোলমাল ফোর’ ছবিতে পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
‘গোলমাল ফোর’ ছবিতে পরিণীতি পরিণীতি চোপড়া

‘দিলওয়ালে’ আশানুরূপ ব্যবসা করেনি, ঘোষণার পরও ‘রাম লক্ষ্মণ’-এর রিমেক বানানোর কাজে নামা হলো না, অবশেষে হাসির ফ্রাঞ্চাইজি ‘গোলমাল’ নিয়ে ফিরছেন পরিচালক রোহিত শেঠি। এ সিরিজের চতুর্থ ছবিতে নতুন তারকা হিসেবে যুক্ত হলেন পরিণীতি চোপড়া।

‘দিলওয়ালে’ আশানুরূপ ব্যবসা করেনি, ঘোষণার পরও ‘রাম লক্ষ্মণ’-এর রিমেক বানানোর কাজে নামা হলো না, অবশেষে হাসির ফ্রাঞ্চাইজি ‘গোলমাল’ নিয়ে ফিরছেন পরিচালক রোহিত শেঠি। এ সিরিজের চতুর্থ ছবিতে নতুন তারকা হিসেবে যুক্ত হলেন পরিণীতি চোপড়া।

আগের দুই কিস্তি ‘গোলমাল টু’ ও ‘গোলমাল থ্রি’ ছবিতে প্রধান নায়িকা ছিলেন কারিনা কাপুর খান। তার সন্তানসম্ভবা হওয়ার খবর বের হওয়ার পর থেকে জল্পনা চলছিলো কাকে নেওয়া হবে এবার।

যদিও কেউ কেউ ধারণা করেছিলেন, সন্তানের জন্মের পর ‘ভিরে ডি ওয়েডিং’ ছবির কাজ শেষে ‘গোলমাল ফোর’-এ চুক্তিবদ্ধ হবেন বেবো (কারিনার ডাকনাম)। অনেকে অন্য কোন অভিনেত্রী তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে জোর আলোচনা করেছে।

এ ক্ষেত্রে আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুরের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন পরিণীতি। তাকে দেখা যাবে অজয় দেবগণের সঙ্গে। ছবিটির চিত্রায়ন শুরু হবে আগামী বছরের গোড়ার দিকে। ‘গোলমাল ফোর’ মুক্তি পাবে ২০১৭ সালের দিওয়ালিতে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।