ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমেরিকায় আরেকটি স্বীকৃতি পেলো ‘অজ্ঞাতনামা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আমেরিকায় আরেকটি স্বীকৃতি পেলো ‘অজ্ঞাতনামা’ ‘অজ্ঞাতনামা’র দৃশ্যে মোশাররফ করিম ও নিপুণ

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্রাওয়ার্ড কান্ট্রি শহরে অনুষ্ঠিত কাটিং এজ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ন্যারেটিভ ফিচার পুরস্কার পেয়েছে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবনযাপনকে উপজীব্য করে বানানো ছবিটির ভূয়সী প্রশংসা করেন আয়োজকরা।

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্রাওয়ার্ড কান্ট্রি শহরে অনুষ্ঠিত কাটিং এজ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ন্যারেটিভ ফিচার পুরস্কার পেয়েছে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবনযাপনকে উপজীব্য করে বানানো ছবিটির ভূয়সী প্রশংসা করেন আয়োজকরা।

গত ৩ নভেম্বর শুরু হয়ে উৎসবের পর্দা নামে ১২ নভেম্বর। এবার ছিলো এর দ্বিতীয় আসর। এ আয়োজনে ‘অজ্ঞাতনামা’ স্বীকৃতি পাওয়ায় খুশি তৌকীর। তিনি এখন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। আগামী ১৭ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রবীন্দ্র সদনে সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগে দেখানো হবে তার ছবিটি।

এর আগে ইতালির গালফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন অ্যাওয়ার্ড, ইতালির ট্রেন্টোতে রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পায় ‘অজ্ঞাতনামা’। সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে এটি।

এ ছাড়া ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার পান তৌকীর। আর ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শীর্ষক কসোভোর চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পান তিনি। গত মে মাসে কান উৎসবের সিনেমা বাজার মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় এটি।

বাংলাদেশে গত ১৯ আগস্ট মুক্তি পায় ‘অজ্ঞাতনামা’। এর ইংরেজি নাম ‘দ্য আননেমড’। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শাহেদ আলী, মোমেনা চৌধুরী, জুঁই করিম, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।

আরও পড়ুন>>>
* ইতালিতে আবার পুরস্কৃত ‘অজ্ঞাতনামা’
* অস্কারে যাচ্ছে ‘অজ্ঞাতনামা’
* ওয়াশিংটনেও সেরা পরিচালক তৌকীর আহমেদ
* কসোভো উৎসবে সেরা পরিচালক তৌকীর
* ‘অজ্ঞাতনামা’র মতো ছবিকে উৎসাহ দিতে আফজাল হোসেনের আহ্বান
* তৌকীরের ছবির প্রশংসায় পঞ্চমুখ সুবর্ণা
* ‘অজ্ঞাতনামা ভালো লাগলে বন্ধুকেও দেখতে বলুন’
* গান লিখলেন তৌকীর আহমেদ
* এটা অনেকটা স্বপ্নের মতো: তৌকীর আহমেদ

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।