ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড়পর্দার জন্য একসঙ্গে কনা ও কোনাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বড়পর্দার জন্য একসঙ্গে কনা ও কোনাল (বাঁ থেকে) শামীমুল ইসলাম শামীম, কোনাল, বাপ্পা মজুমদার ও কনা

দু’জনেরই নামের শুরু ‘ক’ দিয়ে। উভয়ের নামেই ‘না’ শব্দটিও আছে। বলছি কণ্ঠশিল্পী কনা ও কোনালের কথা। একসঙ্গে টিভি অনুষ্ঠানে গান গেয়েছেন তারা। এবার চলচ্চিত্রের জন্য দ্বৈত কণ্ঠ দিলেন এ দুই গায়িকা।

দু’জনেরই নামের শুরু ‘ক’ দিয়ে। উভয়ের নামেই ‘না’ শব্দটিও আছে।

বলছি কণ্ঠশিল্পী কনা ও কোনালের কথা। একসঙ্গে টিভি অনুষ্ঠানে গান গেয়েছেন তারা। এবার চলচ্চিত্রের জন্য দ্বৈত কণ্ঠ দিলেন এ দুই গায়িকা।
 
গানটি তৈরি হয়েছে ‘গোলাপতলীর কাজল’ ছবির জন্য। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। ঢাকার মগবাজারে তার স্টুডিওতে সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দুইটায় এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়।
 
শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় ছবিটিতে অভিনয় করছেন মাহিয়া মাহি। এতে তাকে দেখা যাবে মায়া চরিত্রে। গানটিতে ঠোঁট মেলাবেন তিনিও। এটি লিখেছেন সুদীপ কুমার দীপ। গানের কথা এমন- ‘রোদ নেমেছে গাছের ডালে, ইচ্ছেপাখি ওড়ালো ডানা...’।
 
‘গোলাপতলীর কাজল’ তৈরি হবে গ্রামীণ পটভূমিতে। শিগগিরই এর চিত্রায়ন হবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে।
 
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।