ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মমতাজ ও চঞ্চলের হাত থেকে বীজ নেবেন কৃষকরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
মমতাজ ও চঞ্চলের হাত থেকে বীজ নেবেন কৃষকরা মমতাজ ও চঞ্চল চৌধুরী

কৃষকদেরকে মৌসুমী বীজ বিতরণ করবেন ফোকসম্রাজ্ঞী মমতাজ ও অভিনেতা চঞ্চল চৌধুরী। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জের সিঙ্গাইরে তাদের হাত থেকে বীজগুলো নেবেন কৃষকরা।

কৃষকদেরকে মৌসুমী বীজ বিতরণ করবেন ফোকসম্রাজ্ঞী মমতাজ ও অভিনেতা চঞ্চল চৌধুরী। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জের সিঙ্গাইরে তাদের হাত থেকে বীজগুলো নেবেন কৃষকরা।

জানা গেছে, বকচর গ্রামে সিঙ্গাইর টোল ব্রিজ পার হলে হাতের বাঁদিকে পুলিশ বক্সের উল্টোদিকে বকচর কিন্ডারগার্ডেন স্কুলের সামনে ‘উৎসের সন্ধানে স্বপ্ন’ শীর্ষক এ কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে আরও থাকবেন এসিআই লজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, হেড অব বিজনেস ডেভলপমেন্টস সোহেল তানভীর খানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

সংসদ সদস্য মমতাজের গ্রামের বাড়ি সিঙ্গাইরে। তিনি ইতিমধ্যে সেখানকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অন্যদিকে ‘আয়নাবাজি’ ছবির সুবাদে চঞ্চল এখন সারাদেশে আলোচিত।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।